বিদেশে আইপিএল আয়োজনের চিন্তাও করছে বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ০৭ জুন ২০২০
বিদেশে আইপিএল আয়োজনের চিন্তাও করছে বিসিসিআই

প্রাণঘাতি ভাইরাসের কারণে সঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে ঠিকই চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশের মাটিতে সম্ভব না হলে প্রয়োজনে বিদেশের মাটিতে আইপিএলের ১৩তম আসর আয়োজনের চিন্তা করছে বিসিসিআই।

চলতি বছরের ২৯ মার্চ ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি আসর আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর নির্ধারিত সূচি ছিল। তবে করোনাভাইরাসের কারণে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্ব ক্রিকেট স্তম্ভিত। ফলে আইপিএলও যথাসময়ে শুরু হতে পারেনি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে আইপিএল ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অন্ধকার।

এদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে, ঐ সময় আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। তবে দেশটিতে বর্তমান করোনা পরিস্থিতি সেটিকেও অনিশ্চিত করে ফেলছে। কারণ, ভারতে এখনো করোনার প্রভাব বেড়েই চলছে। ফলে বাধ্য হয়ে বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের চিন্তা করতে হচ্ছে বিসিসিআই।

বিসিসিআই’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আইপিএল আয়োজন নিয়ে বোর্ড সবধরনের চিন্তা-ভাবনা করছে। বিদেশে আইপিএল আয়োজন করার পরিকল্পনাও আছে বোর্ডের। আগেও বিদেশে আইপিএল হয়েছিল। তবে বিদেশে আইপিএল আয়োজন করাটা বোর্ডের জন্য শেষ বিকল্প।’

২০০৯ সালে লোকসভা ভোটের জন্য পুরো আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। আর ২০১৪ সালে একই নির্বাচনের জন্য আইপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতে।

দু’বার বিদেশের মাটিতে আইপিএল হলেও সঠিক সময়েই হয়েছিল। তবে এবারের আইপিএল নিয়ে পরিস্থিতি ভিন্ন। তারপরও যেকোন উপায়ে আইপিএলের ১৩তম আসর আয়োজন করতে চায় বিসিসিআই। কারণ, আইপিএল না হলে প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআই’র।

এদিকে দেশ বা বিদেশ যেখানেই হোক না কেন, আইপিএলের ১৩তম আসরের ভবিষ্যৎ নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ওপর। ফলে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে বিসিসিআই।

বিসিসিআই’র ঐ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আইসিসির সিদ্ধান্তের দিকে আমরা চেয়ে আছি। বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধঅন্তের পরই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে আমরা পরিষ্কার করতে পারবো।’

১০ জুন আইসিসির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বলা হচ্ছে, ওই বৈঠকে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতেত পারে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের সর্বকালের সেরা একাদশ তৈরি করে বিতর্কে হার্দিক

আইপিএলের সর্বকালের সেরা একাদশ তৈরি করে বিতর্কে হার্দিক

বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

আইপিএলের সংখ্যাতাত্ত্বিক কিছু অজানা তথ্য

আইপিএলের সংখ্যাতাত্ত্বিক কিছু অজানা তথ্য

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল