দুবাইয়ে হাঁপিয়ে উঠেছেন শামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০
দুবাইয়ে হাঁপিয়ে উঠেছেন শামি

করোনার কারণে মার্চ থেকে গৃহবন্দি ছিলেন ক্রিকেটাররা। ৮ জুলাই থেকে মাঠে ফিরেছে ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে ইংল্যান্ড-ওযেস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড-পাকিস্তান-অস্ট্রেলিয়া। এছাড়া কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টটি খেলতে ইতোমধ্যে মুরুর দেশে পৌঁছেছে দলগুলো। সেখানে পৌঁছে ছ’দিনের নিভৃতবাসে হাঁপিয়ে ওঠেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার মোহাম্মদ শামি। গৃহবন্দি থাকলেও নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন সামি। নিজের ফার্ম হাউসে পিচ তৈরি করে সেখানে বোলিং অনুশীলন করেছেন তিনি। তবে দুবাইয়ের কড়া প্রোটকলে আবদ্ধ হয়ে বিরক্ত হয়ে উঠেছেন শামি।

ভারতীয় সংবাদমাধ্যমে শামি বলেন, ‘শেষ চার মাস প্রত্যেকের কাছে খুবই কঠিন সময় ছিল। সকলেই গৃহবন্দি ছিল। সত্যি বলতে, আমাকে সেভাবে থাকতে সমস্যা হয়নি। ফার্ম হাউসে পিচ তৈরি করেছি। সেখানেই নিয়মিত বোলিং অনুশীলন করেছি। পুরনো বন্ধুদের সাথে দেখাও হয়েছে। সেই চার মাস নিজেকে খুবই সুরক্ষিত মনে হয়েছে। কিন্তু দুবাইয়ে এসে আমার অস্থির লাগছে। এখানকার কড়া প্রটোকল, নিভৃতবাসে আমি হাঁপিয়ে উঠেছি।’

শামি এখন বুঝতে পারছেন, যারা পুরোপুরিভাবে ঘরে বন্দি ছিল, তাদের কি অবস্থা ছিল। তিনি বলেন, ‘আমি এই ছ’দিনে বুঝতে পারছি, শেষ চার মাস কীভাবে সবাই কতটা কঠিন সময় পার করেছে। ঘরে বন্দি থাকা অনেক কঠিন।’

বাড়িতে ফিটনেস নিয়ে কাজ করার সুফল এখন পাচ্ছেন শামি। তিনি বলেন, ‘গত চার মাস ফার্ম হাউসে ও বাড়িতে যে পরিশ্রম করেছি আমি, তার ফল এখন পাচ্ছি। আমার মধ্যে কোন জড়তা নেই। মনে হচ্ছে, রিকভারি সেশন থেকে ফিরেছি আমি। দারুণ ছন্দে রয়েছি। নিজেকে ফিট মনে হচ্ছে। তবে আরও উন্নতি করতে হবে।’

দীর্ঘদিন পর মাঠে নামায়, সকলেই খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানান শামি। সবার মধ্যে ভালো খেলার খিদে আছে জানিয়ে সামি বলেন, ‘এত দিন অনুশীলনের বাইরে থাকার জন্য সবার মধ্যে ভাল কিছু করার খিদে বেড়ে গেছে। তাই এটি বলা যাচ্ছে, এবারের আইপিএল অনেক বেশি প্রতিন্দ্বন্দ্বীতাপূর্ণ হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজন

আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজন

আইপিএলে করোনা পরীক্ষায় ব্যয় ১২ কোটি টাকা

আইপিএলে করোনা পরীক্ষায় ব্যয় ১২ কোটি টাকা

করোনা সতর্কতায় টাইগারদের অনুশীলন বন্ধ

করোনা সতর্কতায় টাইগারদের অনুশীলন বন্ধ

আইপিএলে আবারও করোনার থাবা

আইপিএলে আবারও করোনার থাবা