বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ১৫৭ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ১৫৭ জন

ফাইল ফটো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত তালিকায় পাঁচটি গ্রেডে মোট ১৫৭ জন খেলোয়াড়ের নাম রয়েছে। এর আগে এইচপি দলের বাইরে থাকা সকলেই ফিটনেস টেস্টে পাস করে জায়গা করে নিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত প্লেয়ার্স ড্রাফটে মোট চার ক্যাটাগরিতে (এ, বি, বি, ডি ) খেলোয়াড়দের আলাদা করা হয়েছে। ‘এ’ গ্রেডে আছেন ৫ জন ক্রিকেটার। আইকন ক্রিকেটার হিসেবে খ্যাত এ পাঁচজনের প্রত্যেকের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা করে।

এছাড়া ‘বি’ গ্রেডে ১০ লাখ টাকা পারিশ্রমিকে ক্রিকেটার রয়েছেন ২০ জন। ‘সি’ গ্রেডে ৬ লাখ টাকা পারিশ্রমিকে রয়েছেন ২৪ জন এবং  ‘ডি’ গ্রেডে ১০৮ জনকে রাখা হয়েছে। ৪ লাখ টাকার ডি গ্রেডে আশরাফুল-শাহরিয়ার নাফীসের মতো তারকাদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) লা মেরিডিয়ানে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু টি-টোঢেন্টি কাপে প্রতি দলের বাজেট ১ কোটি ৯০ লাখ টাকা। প্রত্যেকটি দল ‘এ’ গ্রেড থেকে একজন, ‘বি’ গ্রেড থেকে ৪ জন, ‘সি’ গ্রেড থেকে ৫ জন এবং ‘ডি’ গ্রেড থেকে ৬ জন; অর্থাৎ মোট ১৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন।

দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

প্লেয়ার্স ড্রাফটের খেলোয়াড় তালিকা

গ্রেড- ‘এ’
সাকিব আল হাসসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।

গ্রেড- ‘বি’
লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, আল-আম্মিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

গ্রেড-‘সি’
হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, জাকের আলি, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

গ্রেড- ‘ডি’
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, শামিম পাটোয়ারি, আকবর আলি, তানভিরুল ইসলাম, হাসান মুরাদ, আল আমিন জুনিয়র, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মাহদুল ইসলাম অঙ্কন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, নোমান চৌধুরী সাগর, রকিবুল হাসান (সিনিয়র), রকিবুল হাসান (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী), মোহাম্মদ শাহীন আলম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সাইমুন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, মোহাম্মদ আবদুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি, জাকির হাসান।

মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার খান, মেহেদী মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আবদুল হালিম, নাঈম ইসলাম (সিনিয়র), মোহাম্মদ নাঈম ইসলাম (জুনিয়র), সালমান হোসেন, হোসেন আলি, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন অনি, রবুল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, মোহাম্মদ জসিম উদ্দিন, মরান আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, মাইশুকুর রহমান রিয়াল, রাকিন আহমেদ, ইরফান হোসেন, জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জশি, আলি আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চৌহান, আজমির আহমেদ, সউজন হাওলাদার, শাহনুর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, রুয়েল মিয়া, সৈকত আলি, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদিকুর রহমান, নুরুজ্জামান, শেঞ্জ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি জুনিয়র, মেহেদীঈ হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াসির আরাফাত ও সাদিকুর রহমান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস টেস্টে সাকিবের সর্বোচ্চ স্কোর

ফিটনেস টেস্টে সাকিবের সর্বোচ্চ স্কোর

নাসিরের উপর ক্ষেপেছেন নির্বাচক নান্নু

নাসিরের উপর ক্ষেপেছেন নির্বাচক নান্নু

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি

ফিটনেস টেস্টে উত্তীর্ণ আশরাফুল

ফিটনেস টেস্টে উত্তীর্ণ আশরাফুল