তামিম-মাহমুদউল্লাহর নেতৃত্বে প্রস্তুতি ম্যাচ খেলছে সাকিব-মুশফিকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ এএম, ১৫ জানুয়ারি ২০২১
তামিম-মাহমুদউল্লাহর নেতৃত্বে প্রস্তুতি ম্যাচ খেলছে সাকিব-মুশফিকরা

ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে স্কোয়াড থেকে ২২ জন দু’দলের বিভক্ত হয়ে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছেন তারা। দল দুটির নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

বিকেএসপিতে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যার প্রথমটি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচটি হবে শনিবার।

প্রথম ম্যাচে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশে বিভক্ত হয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। ৪০ ওভারের ম্যাচে তামিম একাদশের হয়ে খেলছেন লিটন দাস, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানরা। অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা।

ওয়ানেড সিরিজ উপলক্ষে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমন চোটের কারণে ছিটকে গেছেন। এছাড়া আঙুলে ব্যাথা পাওয়ায় বিশ্রামে রয়েছের তাসকিন আহমেদ।

নিজেদের প্রস্তুতি ম্যাচের আগে টানা চার দিন মিরপুরে অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা টাইগার ক্রিকেটাররা। বিকেএসপিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর আবারও মিরপুরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রস্তুতি ম্যাচে তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরিফুল ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, ফিরলেন ম্যাথিউস

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, ফিরলেন ম্যাথিউস

বাংলাদেশকে ফেবারিট মানছেন ফিল সিমন্স

বাংলাদেশকে ফেবারিট মানছেন ফিল সিমন্স

দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন

দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন