উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৭ জানুয়ারি ২০২১
উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্কোয়াড ঘোষণা করা হয়।

এর আগে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে বাছাই করে এ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফ স্পিনার মাহাদী হাসান এবং পেস বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এছাড়া নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের তো জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান।

চলতি জানুয়ারির ২০, ২০ ও ২৫ তারিখ মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এদিকে ‍কুয়াশার কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ব্যাটে প্রথম ফিফটি

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ব্যাটে প্রথম ফিফটি

উইন্ডিজ সিরিজে স্পন্সর লাভেলো, থাকছে ওয়ালটন ও মাত্রা

উইন্ডিজ সিরিজে স্পন্সর লাভেলো, থাকছে ওয়ালটন ও মাত্রা

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

বাংলাদেশে আসা তরুণ উইন্ডিজদের উদ্দেশ্যে লয়েডের খোলা চিঠি

বাংলাদেশে আসা তরুণ উইন্ডিজদের উদ্দেশ্যে লয়েডের খোলা চিঠি