শেষ মেয়াদে ফিরতে পেরে খুশি ভেট্টরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ১২ মার্চ ২০২১
শেষ মেয়াদে ফিরতে পেরে খুশি ভেট্টরি

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ১শ’ দিনের। তবে করোনা মহামারি কারণে দীর্ঘদিন ধরে চড়া মূল্যে নিয়োগ দেওয়া ভেট্টরির সেবা বঞ্চিত ছিল বাংলাদেশ। অবশেষে তাকে পাওয়া গেল। নিজ দেশে সফরে থাকা বাংলাদেশ দলের সাথে শেষবারের মতো কর্মে যুক্ত হতে পেরে ভেট্টরিও খুশি।

বৃহস্পতিবার (১১ মার্চ) কুইন্সটাউনে ক্যাম্পের প্রথম দিনের অনুশীলনে টাইগারদের সাথে যোগ দিয়েছেন ভেট্টরি। ফলে দীর্ঘ বিরতির পর মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসানদের নিয়ে কাজ করেছেন স্পিন কোচ।

অনুশীনের বোলিং পাঠ দেওয়ার ফাঁকে কথা বলেছেন ড্যানিয়েল ভেট্টরি। বিসিবির দেওয়া ভিডিও বার্তায় ভেট্টরি বলেন, ‘ফিরতে পেরে খুবই ভালো লাগছে। বিশেষ করে কুইন্সটাউনে বাংলাদেশ খেলোয়াড়দের সঙ্গে। এক বছর পরে সবাইকে দেখতে পারাটা দারুণ ব্যাপার।’

টাইগারদের পাঁচ দিনের ক্যাম্পে যোগ দিতে একদিন আগেই কুইন্সটাউনে গেছেন ভেটোরি। সেখানে বৃহস্পতিবার দলের সাথে কাজ করেন তিনি। বলেন, ‘ফিরতে পেরে, পরিচিত মুখদের দেখতে পেরে ভালো লাগছে। নেটে স্পিনারদের সঙ্গে কাজ করে দারুণ লাগছে। অনেক লম্বা সময় পর, তাই যেকোনো ক্রিকেট, যেকোনো আউটডোর অ্যাক্টিভিটি ভালো লাগছে।’

করোনার মাঝেও নিজ দেশে খেলা চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ভেট্টরি বলেন, ‘নিউজিল্যান্ড খুবই ভাগ্যবান যে, তারা খেলাধুলা চালিয়ে যেতে পেরেছে। বাংলাদেশ সিরিজ হবে কেবল মাত্র সেটিরই ধারাবাহিকতা।’

ভেট্টরির সাথে নিউজিল্যান্ড সফরেই চুক্তির মেয়াদ শেষ করবে বাংলাদেশ। এই সিরিজের পর ভেট্টরির সাথে আর চুক্তির মেয়াদ বাড়াবে না বোর্ড।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

বিসিবির কর্মীদের ভেট্টরির আর্থিক সহায়তা

বিসিবির কর্মীদের ভেট্টরির আর্থিক সহায়তা

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ