দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ‘নেই’ মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ পিএম, ৩০ মার্চ ২০২১
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ‘নেই’ মুশফিক

ফাইল ফটো

কাঁধের ব্যথার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি টাইগারদের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ধারণা করা হয়েছিল, দ্বিতীয় ম্যাচে হয়তো মুশফিককে পাওয়া যাবে। তবে সেটিও হচ্ছে না! খেলার জন্য মুশফিক এখনো পুরোপুরি সুস্থ নন।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬৬ রানে হেরে গেছে বাংলাদেশ। রোববার (২৮ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করে ২১০ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এটি ছিল নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইশ সোধির বোলিং তোপে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় বাংলাদেশ। ব্যাট হাতে আফিফ ৪৫ এবং সাইফউদ্দিন অপরাজিত ৩৪ রান করেন।

প্রথম ম্যাচে হেরে যাওয়ার দ্বিতীয় টি-টোয়েন্টিটি সিরিজ রক্ষার ম্যাচ। তবে এ ম্যাচেও টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে একাদশে পাওয়া যাচ্ছে না।

স্পোর্টসমেইল২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে নিউজিল্যান্ডের থাকা বাংলাাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে জালাল ইউনুস জানান, ‘মুশফিক এখনো পুরোপুরি সুস্থ নয় (আন্ডার রিকভারি)।’ অর্থাৎ, ম্যাচ খেলার জন্য মুশফিকুর রহিম এখনো ফিট নন।

এর আগে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, ‘তৃতীয় ওয়ানডেতে মুশফিক বাম কাঁধে ব্যাথা পান। এছাড়া তার একটি আঙুল থেঁতলে গেছে। তাকে সুস্থ হওয়ার জন্য সময় দেওয়া দেওয়া হয়েছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার দুপুর ১২টা (বাংলাদেশ সময়)। ম্যাচটি র‌্যাবিটহোলবিডির সৌজন্যে স্পোর্টসমেইল২৪.কম-এর ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ