ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ এএম, ২৭ মে ২০২১
ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়র ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্রায় দেড় বছর বন্ধ থাকার ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ লিগ শুরু হচ্ছে। জাতীয় দলের আদলে ডিপিএলের বায়োবাবল তৈরি করা হবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। ইতিমধ্যে এর জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক রাউন্ড পরেই বন্ধ হয়েছিল ডিপিএলের ২০১৯-২০ মৌসুম। বিভিন্ন শঙ্কাকে পিছনে ফেলে প্রায় দেড় বছর পর শুরু হচ্ছে ডিপিএল। এবারের ডিপিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সময় স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিকূলতার মধ্যে ডিপিএল শুরু হচ্ছে বলে এবার বেশ কঠোর অবস্থান নিয়েছে বিসিবি এবং ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

                আরও পড়ুন- টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল

এরই মধ্যে ডিপিএলকে কেন্দ্র করে দলগুলো নিজেদের মত করে অনুশীলন শুরু করেছে। জাতীয় দলের সাথে থাকা তারকা ক্রিকেটারদেরকে ছাড়াই প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

বুধবার (২৬ মে) থেকে দলগুলোর ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাদের করোনা টেস্ট করানো শুরু হয়েছে। দুই দফা করোনা টেস্টে নেগেটিভ আসলে শনিবার (২৯ মে) থেকে বায়োবাবলে ঢুকে পড়বে দলগুলো।

                আরও পড়ুন-মোহামেডানের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সাকিব

জাতীয় দলের আদলে বায়োবাবল বানানো হবে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। ক্রিকেটারদের রাখার জন্য রাজধানীর চারটি পাঁচ তারকা হোটেল বুকিং করা হয়েছে বলে জানা গিয়েছে। হোটেলগুলো হলো, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আমার-ই, হোটেল ওয়েস্টিন এবং ফোর পয়েন্টস বাই শেরাটন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ