শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১১ জুন ২০২১
শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। লঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের মূল দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। তাই বাধ্য হয়ে দ্বিতীয় সারির দল নিয়েই লঙ্কা সফরে যাচ্ছে ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের সবগুলো ওয়ানডে এবং টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই আর ২৫ জুলাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দিয়ে লঙ্কা সফর শেষ করবে টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি নেতৃত্বে মূল দল ইংল্যান্ডে থাকায় এ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার শিখর ধাওয়ান। এ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

লঙ্কা সিরিজের জন্য ২০ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি নেট বোলার হিসেবে পাঁচজন নিয়ে যাবে ভারতীয় দল। দলে প্রথম বারের মত সুযোগ পেয়েছেন মোস্তাফিজের রাজস্থান সতীর্থ চেতন সাকারিয়া।

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়।

ভারত দল-

শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাদিক্কাল, ঋতুরাজ গায়কোয়াদ, সুরিয়া কুমার যাদব, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নিতীশ রানা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কে গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদ্বীপ সাইনি, চেতন সাকারিয়া।

নেট বোলার-

ইশান পোড়েল, সন্দ্বীপ ওয়ারিয়র, আর্শদ্বীপ সিং, সাই কিশোর, সীমরজিৎ সিং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাসিক বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

মাসিক বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

কোপা থেকে সরে গেল স্পন্সর প্রতিষ্ঠান

কোপা থেকে সরে গেল স্পন্সর প্রতিষ্ঠান

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

ভারতের অধিনায়কত্বের আশায় ছিলাম: যুবরাজ

ভারতের অধিনায়কত্বের আশায় ছিলাম: যুবরাজ