ওয়ানডে সিরিজে বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মোসাদ্দেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৪ জুলাই ২০২১
ওয়ানডে সিরিজে বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মোসাদ্দেক

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে স্বাগতিকদের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে বড় জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে ওয়ানডে সিরিজ বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন টাইগাার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্টে হারারের উইকেট বোলারদের চেয়ে ব্যাটারদের জন্য সহজ ছিল।

টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ার পিছনের সবচেয়ে বেশি অবদান ছিল ব্যাটারদের। দুই ইনিংসে তিন সেঞ্চুরির ফলে রান পাহাড়ে চড়তে পেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও একই ভেন্যুতে খেলা হবে। যার ফলে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই দাপট দেখাবেন বলে মনে করছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে দেখলাম উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। বোলারদের জন্য খুব বেশি হেল্প এখানে নাই। যদিও আর্লি এক-দুই ঘণ্টা ভালো হেল্প থাকে। তারপর বলার মতো আর কিছু থাকে না। আমি মনে করি ওয়ানডে সিরিজে বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট।’

সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন মোসাদ্দেক। তবে ছয় বছরের ব্যবধানেও উইকেট একই ধরনের আছে বলে মনে করছেন তিনি।

মোসাদ্দেক বলেন, ‘এর আগে ২০১৫ সালে ‘এ’ টিমের সাথে জিম্বাবুয়ে সফরে এসেছিলাম। প্রায় ছয় বছর আগে উইকেটের কন্ডিশন যে রকম ছিল, এখনও সেই একই রকম আছে।’

দল নিয়ে তিনি বলেন, ‘আমাদের টিম ওয়ানডে স্পেশালি, আমরা অন্যান্য অনেক টিমের থেকে এগিয়ে আছি। টিমের যে চারজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, সাথে যারা ইয়াং কম্বিনেশন আছে। এটা হয়তো অন্যান্য অনেক টিমেই নেই।’

মোসাদ্দেক আরও বলেন, ‘এ দিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান অনেক ভালো। অবশ্যই আমাদের অপশন অনেক বেশি। ম্যাক্সিমাম প্লেয়ার ব্যাটিং-বোলিং দু’টায় করতে পারে। সো, এটা টিমের জন্য ভালো একটা দিক।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে বাংলাদেশ মাঠে নামবে শুক্রবার (১৬ জুলাই)। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। এরপর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ আয়োজনে রাজি বাংলাদেশ

পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ আয়োজনে রাজি বাংলাদেশ

টেস্ট জয়ী ট্রফি নিয়ে দেশে ফিরছেন মমিনুলরা

টেস্ট জয়ী ট্রফি নিয়ে দেশে ফিরছেন মমিনুলরা