টেস্ট জয়ী ট্রফি নিয়ে দেশে ফিরছেন মমিনুলরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৩ জুলাই ২০২১
টেস্ট জয়ী ট্রফি নিয়ে দেশে ফিরছেন মমিনুলরা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শেষে দেশে ফিরছেন মমিনুল হকরা। অধিনায়ক মুমিনুল হকসহ দেশে ফেরার দলে রয়েছেন আট টেস্ট ক্রিকেটার। টেস্ট জয়ী ট্রফি নিয়েই মঙ্গলবার সকালে তাদের ঢাকায় পৌছার কথা রয়েছে।

রোববার হারারে সময় ভোর ৪টায় টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হয়েছেন মুমিনুলরা। হারারে থেকে টিম বাংলাদেশের দলনেতা আহমেদ সাজ্জাদুল আলম ববি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার ভোরেই ঢাকায় পা রাখবেন তারা।

মুমিনুল ছাড়াও দেশের পথে থাকা সাত ক্রিকেটার হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরী এবং নাঈম হাসান। এই আটজন শুধুমাত্র টেস্ট স্কোয়াডেই ছিলেন।

জানা গেছে, আড়াই ঘণ্টা বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ পৌঁছে তিন ঘণ্টার মতো মমিনুলদের যাত্রা বিরতি রয়েছে। এরপর কাতার এয়ারওয়েজে দোহা হয়ে সরাসরি ঢাকা পৌছবে তাদের বহণকারী বিমান।

এদিকে, বাংলাদেশ টেস্ট দলের আটজন দেশে পথে রওনা দিলেও পরবর্তী সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে ওয়ানডে স্কোয়াড। সোমবার ব্যাট-বলে ঘাম জড়িয়েছেন তামিম-মুশফিকরা।

শুক্রবার (১৬ জুলাই) থেকে হারারেতে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই। এরপর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’