নাটকীয় জয়ে ফাইনালে সাকিবের কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০২১
নাটকীয় জয়ে ফাইনালে সাকিবের কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ফাইনালে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। দ্বিতীয় কোয়ালিফায়ারের দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা।

বুধবার (১৩ অক্টোবর) শারজায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক ইয়ান মরগান। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় দিল্লি।

দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শিখর ধাওয়ান। এছাড়াও শ্রেয়াস আইয়ার ২৭ এবং পৃথ্বী শ করেন ১৮ রান। কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী দুইটি শিকার করেন। কলকাতার বাকি দুই স্পিনার সাকিব এবং সুনীল নারাইন ওভারের কোটা পূরণ করলেও শিকার করতে পারেননি কোনো উইকেট। উইকেট শিকার না করলেও দূর্দান্ত এক ক্যাচে শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরাতে সাহায্য করেন শিখর ধাওয়ান।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। দুইজন মিলে গড়ে তোলেন ৯৬ রানের জুটি। ৫৫ রান করা ভেঙ্কটেশ ফিরলেও ধীর গতির ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখেছিলেন শুভমান গিল।

১২৩ রানের মাথায় নিতিশ রানা ফিরে গেলে খেই হারিয়ে বসে কলকাতা। স্কোর বোর্ডে ৭ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন। ম্যাচের ভাগ্য অনেকটাই দিল্লির পক্ষে ঝুলে পড়েছিল। তবে কলকাতার উদ্ধারকর্তা হয়ে দাঁড়ান রাহুল ত্রিপাঠী।

২০তম ওভারের টানা দুই বলে দুই উইকেট হারালেও সাহস হারাননি ত্রিপাঠী। পঞ্চম বলে রবিচন্দন অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। শুধু জয় নয়, দলকে আইপিএলের ফাইনালের মঞ্চে তোলেন।  

কলকাতার হয়ে ব্যাট হাতে ভেঙ্কটেশ ৫৫ এবং শুভমান ৪৬ রান করেন। দিল্লির হয়ে দুইটি করে উইকেট শিকার করেন এনরিখ নর্কে,রবিচন্দন অশ্বিন এবং কাগিসো রাবাদা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের ভারত স্কোয়াডে পরিবর্তন

বিশ্বকাপের ভারত স্কোয়াডে পরিবর্তন

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

সাকিবের আইপিএল পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য প্রেরণা

সাকিবের আইপিএল পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য প্রেরণা

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান