টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৮ নভেম্বর ২০২১
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

বিশ্বকাপ শেষে নতুন করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপ চলাকালীন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপ শেষেই সাকিবকে পিছনে ফেলেছেন সাকিব আল হাসান।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চতুর্থ স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং পঞ্চম স্থানে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বল হাতে দারুণ পারফর্ম করার পুরষ্কার স্বরুপ র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ছয় নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছেন অ্যাডাম জাম্পা। বিশ্বকাপ জয়ে অবদান রাখা জশ হ্যাজলেউড এবং মিচেল মার্শও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

টি-টোয়েন্টিতে বোলার র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছেন অজি পেসার জশ হ্যাজলেউড।

ফাইনালের আগে হাতের চোটের কারণে ছিটকে পড়েন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে অবস্থান করছেন তিনি। ছয় ধাপ এগিয়ে ১৩ নম্বরে অবস্থান করছেন মিচেল মার্শ।

বিশ্বকাপ সেরা ক্রিকেটারের ডেভিড ওয়ার্নার টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ৩৩তম স্থানে আছে। টি-টোয়েন্টিতে ব্যাটার এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটারদের মধ্যে শীর্ষে বাবর আজম এবং বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

ঘুরে দাঁড়ানোর পথে এ কেমন দল?

ঘুরে দাঁড়ানোর পথে এ কেমন দল?

টেস্ট বিবেচনাতেই টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মুশফিক

টেস্ট বিবেচনাতেই টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মুশফিক

প্রথমবারের মতো জাতীয় দলে আকবর আলি

প্রথমবারের মতো জাতীয় দলে আকবর আলি