অ্যাশেজের পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হোবার্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হোবার্ট

কথা ছিল অ্যাশেজের পঞ্চম টেস্ট আয়োজিত হবে পার্থ স্টেডিয়ামে। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকারের নিয়মের কারণে ভেন্যু বদল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হবে হোবার্ট।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অ্যাশেজের পঞ্চম টেস্টের ভেন্যু ছিল পার্থ। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল, সেখানে প্রবেশ করতে হলে করতে হবে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন। অ্যাশেজের জন্য এ নিয়মে তারা কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়ে দেয় রাজ্য সরকার। তাই তো বাধ্য হয়েই ভেন্যু পরিবর্তন করে সিএ।

তখন থেকেই গুঞ্জন ছিল, নতুন ভেন্যু হবে হোবার্ট। তবে এ ম্যাচ আয়োজন করতে মেলবোর্ন, সিডনির মতো শহরগুলোও আগ্রহী ছিল। যদিও অ্যাশেজের একটি করে ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে তারা।

চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্টের ভেন্যু ছিল হোবার্ট। তবে তালেবান সরকার নারী ক্রিকেট নিষিদ্ধ করায় সে টেস্ট স্থগিত করে দেয় সিএ। সে ক্ষতি পুষিয়ে দিতেই পঞ্চম টেস্ট আয়োজনের দায়িত্ব হোবার্টকে দিয়েছে সিএ।

শনিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হুকলি। তিনি জানিয়েছেন, আফগানিস্তান টেস্ট ম্যাচ বাতিল হওয়ায় এ ম্যাচের দায়িত্ব পেলো হোবার্ট।

সর্বশেষ ২০১৬ সালে টেস্ট ম্যাচ আয়োজন করেছিল হোবার্ট। আর ২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল এ মাঠ। 

চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে গোলাপি বলে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পঞ্চম টেস্ট হওয়ার কথা ছিল লাল বলে। তবে সিএ-র প্রধান নির্বাহী নিক হুকলি জানিয়েছেন, পঞ্চম টেস্টও গোলাপি বলে হবে। অর্থাৎ চলতি অ্যাশেজে দুইটি ম্যাচ গোলাপি বলে অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গিফেনের পর কামিন্স, ব্যবধান ১২৭ বছর!

গিফেনের পর কামিন্স, ব্যবধান ১২৭ বছর!

স্টোকসের টানা চার নো বল, এড়িয়ে গেলেন আম্পায়ার 

স্টোকসের টানা চার নো বল, এড়িয়ে গেলেন আম্পায়ার 

অ্যাশেজের প্রথম টেস্টে ইংলিশদের গুড়িয়ে দিলো অজিরা

অ্যাশেজের প্রথম টেস্টে ইংলিশদের গুড়িয়ে দিলো অজিরা

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট