দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন কোহলি

গুঞ্জন উঠেছিল দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন বিরাট কোহলি। তবে বিরাট কোহলি ওয়ানডে সিরিজ খেলবেন বলে নিশ্চিত করেছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

‘ওমিক্রন’ প্রভাবের মধ্যেই  দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। সফরে তিনটি করে টেস্ট এবং ওয়ানডে খেলবে ভারত।

বিশ্বকাপের পর পরই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। তার এ সিদ্ধান্তের পর ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় বিসিসিআই। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান রোহিত শর্মা

এরপরেই গুঞ্জন উঠে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন না বিরাট কোহলি। একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে ছুটি চেয়েছেন তিনি। তবে বিসিসিআই কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন বিরাট কোহলি।

২০২২ সালের ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজের সময়ই পড়েছে বিরাটের প্রথম সন্তানের জন্মদিন।

বিরাটের থাকার বিষয়ে বিসিসিআই কর্মকর্তারা বলেন, ‘বিরাটের ওয়ানডে থেকে সরে যাওয়ার কোনো সত্যতা নেই। সে ওয়ানডে খেলতে প্রস্তুত। তার খেলার ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

কিছুদিন আগে গুঞ্জন ছিল, অধিনায়কত্ব কেড়ে নেওয়া অখুশি ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিসিআই কর্মকর্তারা।

এদিকে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তার ওয়ানডে সিরিজে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন না ডি কক

ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন না ডি কক

বিসিসিআইয়ের ‘রাজনীতি’ নিয়ে শাস্ত্রীর ক্ষোভ প্রকাশ

বিসিসিআইয়ের ‘রাজনীতি’ নিয়ে শাস্ত্রীর ক্ষোভ প্রকাশ

ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

প্রোটিয়া সফরে ভারতের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড

প্রোটিয়া সফরে ভারতের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড