দক্ষিণ আফ্রিকায় পেসাররাই পার্থক্য গড়ে দিবে : পূজারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
দক্ষিণ আফ্রিকায় পেসাররাই পার্থক্য গড়ে দিবে : পূজারা

করোনাভাইরাসের প্রভাবে এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। বক্সিং ডে টেস্ট দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজে পেসাররাই মূখ্য ভূমিকা রাখবে বলে মনে করেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা।

বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো কন্ডিশনে ম্যাচ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় এখনও সাফল্য পায়নি ভারত। পেসারদের কল্যাণে ভারত এবার সে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন চেতেশ্বর পূজারা।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো পেস বান্ধব উইকেটে নিজেদের সাফল্য তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিররা। দক্ষিণ আফ্রিকাতেও এ ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন বলে আশাবাদী পূজারা।

তিনি বলেন, ‘আমাদের পেসাররা দুই দলে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা যখনই বাইরে খেলেছি এমনটা হয়েছে। আপনি অস্ট্রেলিয়া সিরিজ দেখতে পারেন, ইংল্যান্ডেও দেখতে পারেন, বোলিংয়ে আমরা সফল ছিলাম। দক্ষিণ আফ্রিকাতেও এমন কিছুই হবে।’

পেস আক্রমণই ভারতের জন্য শক্তির জায়গা বলে মনে করেন পূজারা। তিনি বলেন, ‘পেসাররাই আমাদের শক্তির জায়গা। আমি আশা করব, তারা এই কন্ডিশন ঠিকভাবে ব্যবহার করতে পারবে। প্রতি ম্যাচেই আমাদের ২০ উইকেট এনে দেবে। দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জেতার জন্য এটাই সর্বোচ্চ সুযোগ।’

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে ভারত। এ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কোহলি বাহিনী। যদিও ইনজুরির কারণে এ সিরিজে থাকছেন না রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। তাদের অনুপস্থিতেও ভালো খেলতে আশাবাদী ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি বেশ ঝগড়াটে : সৌরভ

কোহলি বেশ ঝগড়াটে : সৌরভ

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন কোহলি

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন কোহলি

বিসিসিআইয়ের ‘রাজনীতি’ নিয়ে শাস্ত্রীর ক্ষোভ প্রকাশ

বিসিসিআইয়ের ‘রাজনীতি’ নিয়ে শাস্ত্রীর ক্ষোভ প্রকাশ

ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি