পজিটিভ থেকে জয় দিয়ে শুরু করতে চান মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০২ মার্চ ২০২২
পজিটিভ থেকে জয় দিয়ে শুরু করতে চান মাহমুদউল্লাহ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে মিশন শেষ করে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে দু’দল। ওয়ানডে ফরম্যাটে আফগানদের বিপক্ষে শক্তিমত্ত এবং পরিসংখ্যানে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে পুরো উল্টো। এ কারণেই জয় দিয়ে সিরিজ শুরু করতে চান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-আফগানিস্তান মাঠে নেমেছিল ছয়বার। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশের দুই জয়ের পাশাপাশি আফগানদের জয় চারবার। এর মধ্যে একবার ভারতের মাটিতে বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশও করেছিল আফগানরা।

তবে এবার আর আফগানদের ফাঁদে পড়তে চায় না বাংলাদেশ। তাই তো আফগানদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করতে মরিয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুরে বুধবার (২ মার্চ) সংবাদ সম্মলেনে তিনি বলেন, ‘এক্সপেকটেশন অবশ্যই জেতার। টি-টোয়েন্টিতে যেটা আমি সবসময় বলি, যে কেউ যে কোনো দিন জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে যাতে কালকে ম্যাচে ভালো করতে পারি। কালকের (বৃহস্পতিবার) ম্যাচ নিয়েই ফোকাস করছি। আমাদের স্টার্টটা নিয়ে ফোকাস করছি। ইনশাল্লাহ হোপফুলি আমরা যদি ভালো স্টার্ট নিতে পারি, আমরা জিততে পারবো।’

টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের সুবিধা আদায় করতে না পারা অভিযোগ বাংলাদেশের জন্য বেশ পুরাতন। আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর ব্যাপারে বেশ আশাবাদী অধিনায়ক রিয়াদ।

এ বিষয়ে রিয়াদের ভাষ্য, ‘আমাদের যে টিম তাতে আমরা ৪০-৪৫ করতে পারবো পাওয়ার প্লেতে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা রাইট ট্র্যাকে থাকবো। হয়তো আপনি প্রতিদিন আকাশচুম্বী স্টার্ট আপনি পাবেন না। যদি পেয়ে যান, তাহলে ভালো।’

পাওয়ার প্লেতে ভালো শুরু পেলে শুধু টপ অর্ডারদের উপরই ভরসা রাখতে চায় না বাংলাদেশ। মিডল অর্ডারেও ব্যাটারদের জ্বলে উঠার অপেক্ষায় থাকবে। সেই ভাবনাটাই জানিয়েছেন অধিনায়ক।

বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে নিয়মিত ১৪০-৪৫ রান করতে হবে। তাহলে আমাদের সুযোগ থাকবে। আমরা কথা বার্তা বলছি, ওয়ার্ক আউট করার চেষ্টাও করছি। আশা করি আমরা পথ খুঁজে পাবো।’

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আফগানদের বিপক্ষে নিজেদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলার পক্ষপাতি অধিনায়ক। শুধু আফগানিস্তান নয়, সব দলের সাথেই নিজেদের পজিটিভ ক্রিকেট খেলার দিকে মনোযোগী হতে চান অধিনায়ক।

বলেন, ‘আমি যেটা বললাম অ্যাটাক মিনস ইন্টেন্ড নিয়ে ব্যাটিং করা। অনেক সময় হয়তোবা কন্ডিশনে আপনাকে বিবেচনা করতে হবে। বা আপনার সিচুয়েশন বিবেচনা করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে যদি ইন্টেন্ড নিয়ে ব্যাটিং না করেন আপনি একটা শেলের ভিতরে থাকবেন। একবার ঢুকে পড়লে বের হওয়া কঠিন হবে।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম এবং মো. নাঈম শেখ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম