গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২২
গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

দীর্ঘদিন বায়োবাবলে থাকতে হবে তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়। তার বদলি হিসেবে কে খেলবেন গুজরাট টাইটান্সে? সেই প্রশ্নের উত্তরের অনেকের নাম শোনা গেলেও রহমানউল্লাহ গুরবাজই এই দৌড়ে এগিয়ে আছেন। এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

দীর্ঘদিন বায়োবাবলে থাকতে হবে, এ কারণেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেসন রয়। এরপর থেকেই তার বদলি খুঁজছিল গুজরাট টাইটান্স। জেসন রয়ের পরিবর্তে রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়াতে চাচ্ছে।

জেসন রয়ের পরিবর্তে রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়াতে হলে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অনুমোদন পেতে হবে। সেই অনুমোদনের অপেক্ষায় আছে গুজরাট কর্তৃপক্ষ।

গুজরাট তাদের উইকেটের পিছনের দায়িত্ব দিয়েছিল অজি উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাঁধে। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলো মিস করবেন তিনি। আর বিকল্প উইকেটরক্ষক হিসেবে থাকা ঋদ্ধিমান সাহাও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আছেন ঝামেলায়। এই কারণে বিকল্প হিসেবে রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়াতে চাচ্ছে গুজরাট।

এদিকে রহমানউল্লাহ গুরবাজ সাম্প্রতিক সময়ে ওপেনিং এবং উইকেটের পিছনে বেশ সাবলীল পারফর্মেন্স করছেন গুরবাজ। এ কারণেই তাকে দলে নিতে চাচ্ছে তারা। এছাড়াও একই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের আরেক তারকা ক্রিকেটার রশিদ খান।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ৬৯ টি-টোয়েন্টি ম্যাচে ১৫১ দশমিক ৮২ গড়ে করেছেন ১৬২০ রান। তার অন্তর্ভুক্তি গুজরাটের ওপেনিং সমস্যার পাশাপাশি সমাধান করবে উইকেটের পিছনের ভূমিকাও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

পাঞ্জাবের অধিনায়কের দায়িত্বে মায়াঙ্ক আগারওয়াল

পাঞ্জাবের অধিনায়কের দায়িত্বে মায়াঙ্ক আগারওয়াল

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ