পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারছেন না মার্শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৮ মার্চ ২০২২
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারছেন না মার্শ

পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলে আবারও হানা দিয়েছে ইনজুরি। এর আগে একই কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার কেন রিচার্ডসন এবং ব্যাটার স্টিভেন স্মিথ। এবার সেই পথেই দল থেকে বাদ পড়লেন অলরাউন্ডার মিচেল মার্শ।

সোমবার (২৮ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগেরদিন অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। এ কারণে তাকে ছাড়াই মাঠে নামবে অস্ট্রেলিয়া। মার্শের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছেন অধিনায়ক মিচেল মার্শ।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর বেশ আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছিলেন পেসার কেন রিচার্ডসন। তাকে ছাড়াই পাকিস্তানে এসেছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দল। কেন রিচার্ডসনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার ডেন দারুইশ।

এছাড়াও টেস্ট সিরিজ শেষে ওয়ানডে দলে যোগ দিয়েই ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ। এ কারণে তিনিও পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলবেন না।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ কারণে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলবেন না তিন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউড। এছাড়াও থাকবেন না ওপেনার ডেভিড ওয়ার্নার।

পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ইনজুরিতে পড়া মিচেল মার্শের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার বিষয়টিও শঙ্কার মুখে দাঁড়িয়েছে।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম থেকে মার্শকে ৬ দশমিক ৫০ কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

মঙ্গলবার (২৯ মার্চ) শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ মার্চ ও ১ এপ্রিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে : জাম্পা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে : জাম্পা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই স্মিথ, ডাক পেলেন সোয়েপসন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই স্মিথ, ডাক পেলেন সোয়েপসন

ইনজুরিতে পাকিস্তান সফরে নেই কেন রিচার্ডসন

ইনজুরিতে পাকিস্তান সফরে নেই কেন রিচার্ডসন

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেট্টোরি

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেট্টোরি