সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ মে ২০২২
সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাবর আজম

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের জয়জয়কার নতুন কিছু নয়। দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য পুরস্কারও পেয়েছেন তারা। এবার ভিন্নরকম পুরস্কার পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভক্তদের ভোটে সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ২০২০ সালের আসরে সমারসেটের প্রতিনিধিত্ব করেন বাবর। সেই আসরে ৭ ইনিংসে ৩৬ দশমিক ৩৩ গড়ে ২১৮ রান সংগ্রহ করেছিলেন পাকিস্তানি অধিনায়ক। যার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। ৬২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ১১৪ রান করেছিলেন এই ডানহাতি।

সমারসেট জার্সি গায়েই টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ৫০০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন বাবর। এই দিক দিয়ে আবার একটা রেকর্ড গড়েছেন এই ওপেনার। ক্রিস গেইল এবং শন মার্শের পর তৃতীয় দ্রুততম ব্যক্তি হিসেবে সব ধরণের টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন তিনি।

একটি জরিপে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট ভক্তদের ভোটে ২০২০ সালে বাবর ছাড়াও নিজ নিজ দল থেকে নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, মঈন আলি, জেসন রয়, জনি বেয়ারস্টো, কলিন ইনগ্রাম, রবি বোপারা, ডেভিড উইলি, জস বাটলার এবং লুক রাইট।

এতোটা দর্শকপ্রিয়তা পাওয়ার পরও চলতি বছর জাতীয় দলের খেলার কারণে সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিচ্ছেন না বাবর। কারণ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিবেন তিনি।

চলতি গ্রীষ্মে ইংল্যান্ডের এক’শ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ড্রাফটেও সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন বাবর। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি 


শেয়ার করুন :


আরও পড়ুন

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

কোহলিদের বিদায়, ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ রাজস্থান

কোহলিদের বিদায়, ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ রাজস্থান

টেস্ট ব্যর্থতায় নাজমুল হাসানের ‌‘কাঠগড়ায়’ কোচিং স্টাফ

টেস্ট ব্যর্থতায় নাজমুল হাসানের ‌‘কাঠগড়ায়’ কোচিং স্টাফ

নানা সমস্যার মাঝেও ভালো কিছু দেখছেন মমিনুল হক

নানা সমস্যার মাঝেও ভালো কিছু দেখছেন মমিনুল হক