ইংলিশদের নারী টেস্ট দলে নতুনের ছড়াছড়ি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ জুন ২০২২
ইংলিশদের নারী টেস্ট দলে নতুনের ছড়াছড়ি

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইংল্যান্ডের নারীরা। এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে সুযোগ পেয়েছেন পাঁচ নতুন মুখ।

২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আনা শ্রাবসোল। আর দিন দুয়েক আগে টেস্ট জার্সিটা তুলে রেখেছেন ক্যাথরিন ব্রান্ট।

এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে নতুন ক্রিকেটার আসবে, এটাই ছিল স্বাভাবিক ঘটনা। তবে সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে একদম নতুন করে শুরু করার জন্য দল ঘোষণা করেছে ইসিবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন পাঁচ নতুন মুখ। তারা হলেন- এমিলি আরলট, লরেন বেল, অ্যালিস ডেভিডসন রিচার্ডস, ফ্রেয়া ডেভিস এবং অ্যামা ল্যাম্ব। এছাড়াও দলের সাথে রিজার্ভ হিসেবে থাকবেন ২০ বছর বয়সী পেসার ইসি উংক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ শেষেই কমনওয়েলথ গেমসে খেলবে ইংলিশরা।

ইংল্যান্ড নারী দল
হেথার নাইট (অধিনায়ক), এমিলি আরলট, ট্যামি বেমন্ট, লরেন বেল, ক্যাট ক্রস, অ্যালিস ডেভিডসন রিচার্ডস, ফ্রেয়া ডেভিস, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টোন, অ্যামি জোন্স, অ্যামা ল্যাম্ব ও ন্যাট সিভার।

ইংল্যান্ড নারী 'এ' দল
জর্জিয়া এলভিস (অধিনায়ক), মাইয়া বুচিয়েন, ড্যানি গিবসন, সারাহ গ্লেন, ফ্রেয়া ক্যাম্প, ইভ জোন্স, এল্লা ম্যাকঘন, কালে মুর, তারা নরিস, গ্রেস পটস, গ্রেস স্রিভেন্স, অ্যালেক্সা স্টোনহাউজ, ম্যাডি ভিলিয়ার্স, লরেন উইনফিল্ড-হিল ও ড্যানি ওয়েট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চূড়ান্ত হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর

চূড়ান্ত হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইংলিশ নারী ক্রিকেটার ব্রান্ট

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইংলিশ নারী ক্রিকেটার ব্রান্ট

২০২৩ বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে দ্বিধায় মরগান

২০২৩ বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে দ্বিধায় মরগান

বর্ণবাদের অভিযোগে জরিমানার কবলে কাউন্টি দল ইয়র্কশায়ার

বর্ণবাদের অভিযোগে জরিমানার কবলে কাউন্টি দল ইয়র্কশায়ার