যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, সিপিএল শেষে দলে যোগ দিবেন নিউজিল্যান্ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, সিপিএল শেষে দলে যোগ দিবেন নিউজিল্যান্ডে

এশিয়া কাপের ব্যর্থতা পিছনে ফেলে চলতি বছরের ১২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনস্যালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। যেখানে নিউজল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিবে টাইগাররা।

তবে সেই ক্যাম্পে থাকবেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ওই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন তিনি। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত তিনটা বিশ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন সাকিব। সিপিএলে খেলার জন্য আগেভাগেই অনাপত্তি নিয়ে রেখেছেন তিনি। 

তবে এর আগে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাবেন এই অলরাউন্ডার। এরপরই যোগ দেবেন সিপিএলে, যেখানে এবার গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। চলতি বছরের ১ সেপ্টেম্বর শুরু হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সাকিবের দলের অবস্থা অবশ্য খুব বেশি ভালো নয়। 

দুই ম্যাচে এক হার ও অন্যটি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে ছয় দলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে জায়গা হয়েছে দলটির। ফলে সাকিবের জন্য বেশ ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করছে সিপিএলে। 

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

সিপিএল শেষ করে সরাসরি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেন সাকিব। চলতি বছরের ৭ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল উড়াল দেবে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার আর প্রাথমিক পর্ব খেলতে হবে বাংলাদেশের। সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেবে টাইগাররা। বিশ্বকাপে সাকিবের দলের প্রথম ম্যাচ ২২ অক্টোবর। প্রথম ম্যাচে কাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেটা ঠিক হবে প্রাথমিক পর্ব শেষে। 

জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারা এই মুহূর্তে যে যার মতো করে ছুটি কাটাচ্ছেন। এশিয়া কাপে ভরাডুবি পিছনে ফেলে ত্রিদেশীর সিরিজ ও বিশ্বকাপে ভালো করতে চান সাকিব-আফিফরা। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

মুশফিকের অবসরে ‌‘চুপচাপ’ সাকিব!

মুশফিকের অবসরে ‌‘চুপচাপ’ সাকিব!

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব