শেষ হচ্ছে গাঙ্গুলি অধ্যায়, বিসিসিআই সভাপতি হচ্ছেন বিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২২
শেষ হচ্ছে গাঙ্গুলি অধ্যায়, বিসিসিআই সভাপতি হচ্ছেন বিনি

২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলি। তবে বিসিসিআই সভপতির দায়িত্ব থেকে ইতি টানার সময় চলে এসেছে। সৌরভ গাঙ্গুলির জায়গায় বিসিসিআই’র নতুন সভাপতি হতে যাচ্ছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রজার বিনি।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ২০১৯ সাল থেকে বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করে আসা গাঙ্গুলি নতুন মেয়াদে আর থাকছেন না।

১৮ অক্টোবর মুম্বাইতে বিসিসিআইয়র বার্ষিক সাধারণ সভায় বোর্ডের দায়িত্ব নিবেন বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট-শিকারি ছিলেন ৬৭ বছর বয়সী বিনি।

সৌরভ সরে গেলেও বিসিসিআইর সচিব হিসেবে বহাল থাকছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। যা বোর্ডের সবচেয়ে প্রভাবশালী পদ। বোর্ডের সহ-সভাপতি পদে থাকবেন রাজীব শুক্লা।

১১ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করেছে বিসিসিআই। মনোনয়ন প্রত্যাহারের শিষ দিন ১৪ অক্টোবর। তবে প্রত্যাহার করা যাবে মনোনয়ন। সভাপতি, সহ-সভাপতি, সচিবসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিনি ছাড়া এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অরুণ সিং ধুমাল এবং রোহন জেটলি। এছাড়া অন্য একটি সূত্র বরাত দিয়ে জানানো হয়, ইন্টারন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নাম প্রস্তাব করা হতে পারে গাঙ্গুলির। এ জন্যই তাকে আর বিসিসিআই সভাপতি পদে রাখা হচ্ছে না।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটাররা শুধু অর্থের জন্য খেলে না: সৌরভ গাঙ্গুলি

ক্রিকেটাররা শুধু অর্থের জন্য খেলে না: সৌরভ গাঙ্গুলি

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

গাভাস্কারের নামে ইংল্যান্ডে ক্রিকেট মাঠের নামকরণ

গাভাস্কারের নামে ইংল্যান্ডে ক্রিকেট মাঠের নামকরণ

আড়াই মাসের আইপিএলে আইসিসির আপত্তি নেই: জয় শাহ

আড়াই মাসের আইপিএলে আইসিসির আপত্তি নেই: জয় শাহ