বেঙ্গলের প্রেসিডেন্ট চেয়ারে সৌরভ গাঙ্গুলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫
বেঙ্গলের প্রেসিডেন্ট চেয়ারে সৌরভ গাঙ্গুলী

ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিষয়টি আগে থেকেই অনুমিত থাকলেও সোমবার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর আতসবাজির আলোয় সৌরভকে বরণ করে নেন অনুরাগীরা। আনুষ্ঠানিকতা শেষে সহ-সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সচিব বাবলু কোলে ও যুগ্মসচিব মদন ঘোষকে তাদের চেয়ারে বসিয়ে নিজের আসনে বসেন সৌরভ।

এর মধ্য দিযে বাংলার ক্রিকেট প্রশাসনে সৌরভের দ্বিতীয় ইনিংস শুরু হলো। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, সিএবির এর পরিকাঠামোতে ছোটখাটো কিছু সংযুক্তি কিংবা পরিবর্তন আসতে পারে।

১৪ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারত। ম্যাচটি নিয়ে সৌরভ বলেন, “আশা করি দারুণ ম্যাচ হবে। পিচ, দর্শক ও অবকাঠামো সবকিছু ঠিকঠাক রাখতে হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আশাবাদী সৌরভ। একই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মিথুন মানহাস ও তার কমিটিকে শুভেচ্ছা জানান সৌরভ।


বিষয়ঃ

শেয়ার করুন :