চূড়ান্ত হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়রা। সফরে ১৮ অক্টোবর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ২০২৫ সালে তাদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। যেখানে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের দিকে দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তারা।
সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হলেও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, সিরিজ দুটি সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হতে পারে।
ওয়ানডে সিরিজ- ১৮, ২০ এবং ২৩ অক্টোবর
সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৮ অক্টোবর। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২৩ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজ- ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার তিনদিন পর শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। সিরিজে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৭ অক্টোবর। এরপর দ্বিতীয় ম্যাচ ৩০ অক্টোবর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ নভেম্বর।
বাংলাদেশ সফরে আসার আগে নেপাল এবং ভারতের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সংযুুক্ত আরব আমিরাতের মাঠে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারত সফর করবে তারা। সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।