নির্বাচনে অংশ নিতে নির্বাচক থেকে রাজ্জাকের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচনে অংশ নিতে নির্বাচক থেকে রাজ্জাকের পদত্যাগ

জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আব্দুর রাজ্জাক। কারণ তিনি বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন, তার জন্য মনোনয়নপত্র সংগ্রহও করেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

শনিবার বিসিবি পরিচালকের পদের জন্য খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজ্জাক। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

রাজ্জাক ছাড়াও ইতিমধ্যে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া ক্লাব (ক্যাটাগরি-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ক্যাটাগরি-৩) থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ক্যাটাগরি-৩) থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

১ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টয় ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।


বিষয়ঃ

শেয়ার করুন :