তৃতীয় শতকের দেখা পেলেন মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১:০২ পিএম, ১০ এপ্রিল ২০১৯
তৃতীয় শতকের দেখা পেলেন মোসাদ্দেক

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে লিস্ট এ‘র তৃতীয় শতকের দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিনি ১৩৯ বলে ১০১ রান তুলেন।

সভারে বুধবার আবাহানীর বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শেখ জামাল। শেখ জামালের বোলিংয় তোপে মাত্র ১৪ রানেই আবাহানী ৪ উইকেট হারায়।

এমন ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন মিথুন ও মোসাদ্দেক। দুজন মিলে করেন ৬০ রানের জুটি। ব্যাক্তিগত ৪৭ বলে ৩৩ রানে আউট হন মিথুন।

এরপর মোসাদ্দেক এক পাশ আগলে রাখেন। সতীর্থ কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেনি। তবে মাশরাফির সাথে ৫০ এবং আব্দুল্লাহ আল মামুনের সাথে ৫৭ রানের জুটি করেন মোসাদ্দেক।

এরপর মোসাদ্দেক তুলে নেন লিস্ট এ‘র তৃতীয় সেঞ্চুরি। তার ১০১ রানে ৩টি ছয় এবং ৬টি চারের মার ছিল।

মোসাদ্দেকের দুর্দান্ত সেঞ্চুরিতে আবাহানী মান বাঁচানোর ২১১ রানের লক্ষ্য দেয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

শীর্ষে থাকা কলকাতাকে নিচে নামিয়ে দিল চেন্নাই

শীর্ষে থাকা কলকাতাকে নিচে নামিয়ে দিল চেন্নাই

ওয়াসিম আকরামের পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই হাফিজ

ওয়াসিম আকরামের পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই হাফিজ

সঞ্জিত-শামসুরের নৈপুণ্যে গাজীর জয়

সঞ্জিত-শামসুরের নৈপুণ্যে গাজীর জয়