দুঃখ প্রকাশ করেছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৯
দুঃখ প্রকাশ করেছেন সাকিব

ফাইল ছবি

বিশ্বকাপ দলের ফটো সেশনে অনুপস্থিত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। এছাড়া শুভ মুহূর্তে উপস্থিত থাকতে না পারার কারণও ব্যাখ্যা করেছেন এ অলরাউন্ডার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‌‘সাকিব জানিয়েছে- আনুষ্ঠানিক ফটো সেশনের বিষয়টি জানিয়ে বিসিবি তার কাছে যে চিঠি দিয়েছিল, তিনি তা খুলে দেখেননি।’

মঙ্গলবার পাপন সাংবাদিকদের জানান, ‘গতরাতে (সোমবার) সে (সাকিব) আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে আমাকে যেটা জানিয়েছে- সে চিঠি পেয়েছে। তবে এটা খুলে দেখেনি এবং এ কারণেই ফটো সেশনের বিষয়ে কিছু জানেনি। সে বলেছে যদি জানত তবে অবশ্যই সে উপস্থিত থাকতো। এটা তার ভুল এবং এ জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

সাকিবের কথা বিসিবি বিশ্বাস করে কি না -জানতে চাইলে পাপন বলেন, ‘যেভাবেই হোক এটা ঘটে গেছে। সে জানলে অবশ্যই উপস্থিত থাকতো।’

আরও পড়ুন> বিশ্বকাপের ফটোসেশনে অনুপস্থিত সাকিব

জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে রোববার রাতে দেশে ফেরেন সাকিব। অনুশীলনে সতীর্থদের সাক্ষাৎ করতেও এসেছিলেন তিনি। তবে জার্সি উন্মোচন এবং ফটো সেশনের আগেই বাসায় ফিরে যান তিনি।

সাকিবের অনুপুস্থিতির বিষয়টি দুর্ভাগ্য ও হতাশাজনক হিসেবে অভিহিত করেন বিসিবি সভাপতি। তবে সম্ভাব্য শাস্তির বিষয়ে কোন মন্তব্য থেকে বিরত থেকে তিনি বলেন, ‘এটা মেনে নেয়া কোন প্রশ্নই ওঠে না। তবে আগামী পড়শু দল দেশ ছাড়ছে। সুতরাং এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে মাশরাফি

এক নজরে মাশরাফি

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

বাংলাদেশের জার্সি পরিবর্তনে আইসিসির সম্মতি, যুক্ত হচ্ছে লাল রং

বিশ্বকাপের ফটোসেশনে অনুপস্থিত সাকিব

বিশ্বকাপের ফটোসেশনে অনুপস্থিত সাকিব

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু