জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ১৯ জুলাই ২০১৯
জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

সরকার ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণার করার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও সদস্যপদ হারালো জিম্বাবুয়ে। আইসিসি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি।

টেস্ট খেলুড়ে দেশটির ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এবং বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি জিম্বাবুয়ে নিশ্চিত করতে পারেনি। যা আইসিসির সংবিধান লঙ্ঘন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে আইসিসির বোর্ড সভায় জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহার জানিয়েছেন, আমরা অবশ্যই ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখব। জিম্বাবুয়ে যেটা করেছে সেটা আইসিসির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটা চলতে দিতে পারি না।

এ স্থগিতাদেশের কারণে আইসিসির কোনো ইভেন্টে জিম্বাবুয়ের জাতীয় ও বয়সভিত্তিক কোনো দল অংশ নিতে পারবে না। ক্রিকেটে সর্বোচ্চ এ সংস্থার কোনো তহবিলও মিলবে না তাদের।

এছাড়া এ স্থগিতাদেশের কারণে আগামী অক্টোবরে জিম্বাবুয়ের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেল।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পূর্ণ সদস্য দেশ হিসেবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের বিধান রয়েছে। জিম্বাবুয়ে এ বিধি ভঙ্গ করায় দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে।

চলতি বছরের জুনে জিম্বাবুয়ে সরকার তাদের ক্রিকেট বোর্ডের পর্ষদকে বহিষ্কার করে। এরপর থেকে দেশটির ওপর কড়া নজর রাখে আইসিসি। অবশ্য মুক্তির পথও বাতলে দিয়েছে আইসিসি।

আগামী তিন মাসের মধ্যে বোর্ডের নির্বাচন দিলে এবং নির্বাচিত কমিটি বোর্ডের দায়িত্ব নিলে অক্টোবরের বোর্ড মিটিংয়ে স্থগিতাদেশ তুলে নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছে আইসিসি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভেঙে দেওয়া হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, কর্মকর্তারা বহিষ্কার

ভেঙে দেওয়া হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, কর্মকর্তারা বহিষ্কার

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

টেইলরের জ্বলে উঠা কি শুধু বাংলাদেশ?

টেইলরের জ্বলে উঠা কি শুধু বাংলাদেশ?