যে বোলারদের খেলতে অস্বস্তিবোধ করতেন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৩ মে ২০২০
যে বোলারদের খেলতে অস্বস্তিবোধ করতেন রোহিত

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো অভিষেক হয়নি ভারতের ওপেনার রোহিত শর্মার। শুরুর সেই নড়বড়ে দিনগুলোতে কাদের বল খেলতে অস্বস্তিবোধ করতেন তিনি, মোহাম্মদ শামির সাথে ইনস্টাগ্রামে লাইভে আড্ডায় এমন প্রশ্নের জবাব দিলেন তিনি নিজেই।

রোহিত বলেন, আমি যখন জাতীয় দলে এসেছিলাম, তখন বিশ্বের দ্রুততম বোলার ছিল ব্রেট লি। এক দিনের ক্রিকেটে যখন অভিষেক হয়, তখন আয়ারল্যান্ডে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য। তখন ডেল স্টেনও মারাত্মক জোরে বল করত। শুরুর সেই দিনগুলোয় লি আর স্টেনকে খুব পছন্দ করতাম। ওদের বিরুদ্ধে ব্যাট করতে সমস্যায়ও পড়তাম।’

এই প্রজন্মের কোন বোলারের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়েন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ভাল বোলার। জশ হ্যাজেলউডকেও পছন্দ করি। ওর বোলিংয়ে দুর্দান্ত শৃঙ্খলা থাকে।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত নজর কেড়েছিলেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে ২০১৩ সাল পর্যন্ত রোহিত নিজের জায়গা পাকা করতে পারেননি। একদিনের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি তাকে ওপেনার হিসেবে নামানোর পরই ধারাবাহিকতা দেখা যায় রোহিতের ব্যাটে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

এক হাতে ব্যাট করার কাহিনী শোনালেন তামিম

এক হাতে ব্যাট করার কাহিনী শোনালেন তামিম

খাজা চুক্তিতে নেই, বিশ্বাস করতে পারছি না : ক্লার্ক

খাজা চুক্তিতে নেই, বিশ্বাস করতে পারছি না : ক্লার্ক

সূচি পুনর্নির্ধারণে ইতিবাচক আলোচনায় ইংল্যান্ড-উইন্ডিজ

সূচি পুনর্নির্ধারণে ইতিবাচক আলোচনায় ইংল্যান্ড-উইন্ডিজ

যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায় : রুবেল

যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায় : রুবেল