সূচি পুনর্নির্ধারণে ইতিবাচক আলোচনায় ইংল্যান্ড-উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৩ মে ২০২০
সূচি পুনর্নির্ধারণে ইতিবাচক আলোচনায় ইংল্যান্ড-উইন্ডিজ

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে একের পর এক সিরিজ। স্থগিত হয়েছে আসন্ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজও। এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও সূচি পুনর্নির্ধারণের আলোচনায় ইতিবাচক মত প্রকাশ করেছে জো রুট এবং জেসন হোল্ডারসহ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিরা। এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

করোনার সঙ্কটের কারণে ১ জুলাই পর্যন্ত সবধরনের খেলাধুলা স্থগিত রেখেছে ইংল্যান্ড। চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে লকডাউনের কারণে তাতে ভাটা পড়েছে। লকডাউন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরেই কেবল ইসিবি তাদের আন্তর্জাতিক কাঠামো পূরণ ও খেলাধুলা নিয়ে পরিকল্পনা করবে।

ইসিবি জানিয়েছে, টেস্ট অধিনায়ক জো রুট এবং জেসন হোল্ডারসহ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিরা আসন্ন সিরিজ পুনরায় নির্ধারণের বিষয়ে ইতিবাচক আলোচনা করেছে।

ইসিবির এক মুখপাত্র বলেন, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের মাঝে শুক্রবার (১ মে) ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে উভয় বোর্ডের অধিনায়ক, কোচ, প্রশাসক এবং সংশ্লিষ্ট বোর্ডের প্রধান মেডিকেল অফিসারসহ প্রায় সবাই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ সিরিজটি জুলাইয়ে স্থানান্তরিত হতে পারে এমন রূপরেখা দিয়েছিলেন। যা কি না দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সূচির সাথে সাংঘর্ষিক ছিল। তবে ইতোমধ্যে ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি।

এর আগে স্থগিত হওয়া সিরিজগুলোর মাঝে সূচি পুনর্নির্ধারণের প্রথম পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে আয়োজন করা হবে স্থগিত হওয়া শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায় : রুবেল

যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায় : রুবেল

সবার জন্যই অনুসরণীয় হতে পারে মুশফিক : তামিম

সবার জন্যই অনুসরণীয় হতে পারে মুশফিক : তামিম

শৈশবের হিরোকে ভুলেননি মুশফিক

শৈশবের হিরোকে ভুলেননি মুশফিক

পাকিস্তানের হয়ে সাঙ্গাকারার ‘ব্যাটিং’

পাকিস্তানের হয়ে সাঙ্গাকারার ‘ব্যাটিং’