শঙ্কা কাটিয়ে নতুন সূচিতে উইন্ডিজ-অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৪ জুলাই ২০২১
শঙ্কা কাটিয়ে নতুন সূচিতে উইন্ডিজ-অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচ

করোনা পজিটিভের খবরে টসের পর স্থগিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শঙ্কা ছিল পুরো সিরিজটি বাতিল হতে পারে। তবে আশার কথা হলো, দ্বিতীয় পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসায় বাকি ম্যাচ দুটি আবারও মাঠে গড়াচ্ছে। স্থগিত ম্যাচটিসহ বাকি ম্যাচও এখন নতুন সূচিতে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, সিরিজের তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অংশ। শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মধ্যে বৈঠকে সিরিজের বাকি দুই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় শনিবার (২৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে এবং তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে হবে সোমবার (২৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে।

অর্থাৎ, বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দুটি ২৫ জুলাই ও ২৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হবে। এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) এবং সোমবার (২৬ জুলাই) দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এক স্টাফের করোনা পজিটিভ খবর আসায় ম্যাচটি স্থগিত করা হয়। ধারণা করা হয়েছিল, স্থগিত ম্যাচসহ বাকি ম্যাচটিও বাতিল করা হতে পারে।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচ দুটি নিয়ে বাংলাদেশের চিন্তার ভাজ পড়েছিল। কারণ, উইন্ডিজ সফর শেষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে ওয়েস্ট ইন্ডিজের হঠাৎ করোনা সংবাদে সেই সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে এখন এ শঙ্কা কেটে গেল।

বাংলাদেশ সফরে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মাত্র সাতদিনের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সফরে আসলেও ওপেনার তামিম ইকবাল এবং মুশফিকুর রহীমকে পাচ্ছে না বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টার্ক-হ্যাজলেউডের বোলিং তোপে ক্যারিবিয়ানদের সহজেই হারালো অজিরা

স্টার্ক-হ্যাজলেউডের বোলিং তোপে ক্যারিবিয়ানদের সহজেই হারালো অজিরা

শেষ ওভারে রাসেলের ৫ ডট, দল হারলো ৪ রানে

শেষ ওভারে রাসেলের ৫ ডট, দল হারলো ৪ রানে

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ