ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ এএম, ১২ জুলাই ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত কোহলি

এমনিতেই অফ ফর্মের কারণে চারদিক থেকে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। তার উপর এবার কোহলির জীবনে নতুন অশান্তির আগমন, ইনজুরি! যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কুচকিতে অস্বস্তি অনুভব করেন কোহলি। কুচকির ইনজুরিতেই প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ক্রিকেট বিষয়ক ওয়েসবসাইট ক্রিকবাজের বরাত দিয়ে জানা যায়, কোহলির ইনজুরি আপাতদৃষ্টিতে খুব একটা বড় কিছু মনে হচ্ছে না। বিসিসিআইয়ের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন। স্ক্যান করানো হয়েছে, এবং স্ক্যানের রিপোর্টের উপর নির্ভর করছে প্রথম ওয়ানডেতে কোহলি খেলবেন কিনা! 

লম্বা রান খরা যেন কিছুতেই কাটছে না কোহলির। ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে কোহলির পারফর্মেন্সের উপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভবিষ্যৎ পরিকল্পনা করবে।

 কোহলির পাশে রোহিত, 'তোপ দাগালেন' কপিল দেবকে

ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজে বিরাটের ব্যাট হাসেনি। এখন ইনজুরিতে মাঠে নামা অনিশ্চিত হয়ে গেল! কোহলির জীবন যে খুব একটা সুখে কাটছে না এটা তো ধরেই নেওয়া যায়।

ইংল্যান্ড থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। ওয়ানডে সিরিজে নিয়মিত একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দিলেও টি-টোয়েন্টিতে পুর্ণশক্তির দলই পাঠাবে ভারত। তবে কোহলি আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছেন।  

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চাইছেন কোহলি

২০২১ সালে অসমাপ্ত টেস্ট হেরে সাদা পোশাকের সিরিজ ড্র করার পর টি-টোয়েন্টি ইংলিশদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ভারত। যদিও শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করেছে রোহিত শর্মার দল।

মঙ্গলবার (১২ জুলাই) তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একদিনের ক্রিকেটের দলে ইংলিশ দলে ফিরেছেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় জনি বেয়ারস্টো

আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় জনি বেয়ারস্টো

ওয়ানডেতে তামিমের ছক্কার নতুন রেকর্ড

ওয়ানডেতে তামিমের ছক্কার নতুন রেকর্ড

মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের শুধু ‘খারাপ দিক’ই তুলে ধরা হয়!

মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের শুধু ‘খারাপ দিক’ই তুলে ধরা হয়!

রিভিউ না নিয়ে তোপের মুখে নিকোলাস পুরান!

রিভিউ না নিয়ে তোপের মুখে নিকোলাস পুরান!