জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলে একাধিক পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২২ জুলাই ২০২২
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলে একাধিক পরিবর্তন

ফাইল ফটো

জিম্বাবুয়ে সফরে একাধিক পরিবর্তন নিয়ে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ সদস্যের ওয়ানডে দলে নেই ওয়েস্ট ইন্ডিজে খেলা চার টাইগার। তাদের পরিবর্তে প্রাথমিক স্কোয়াডে নেওয়া হয়েছে আরও তিনজনকে। সফরে ওয়ানডে সিরিজের সাথে টি-টোয়েন্টিতেও থাকছেন না সাকিব আল হাসান।

সফরে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম না থাকলেও তাদেরকে ওয়ানডে দলে রাখা হয়েছে। তবে জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। পবিত্র হজের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা মুশফিকুর রহিম ফিরছেন ওয়ানডে সিরিজে।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে নেই মুশফিক-রিয়াদ

ছুটি নেওয়া সাকিব আল হাসান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরি, ইবাদত হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিন অবশ্য ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আগেই ছিটকে পড়েছিলেন।

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রাথমিক স্কোয়াডে তাইজুল না থাকলেও পরে যুক্ত করে শেষ ম্যাচে খেলানো হয়।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন