বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ইংল্যান্ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ইংল্যান্ডে

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। স্বাগতিক আয়ারল্যান্ড সিরিজটি আয়োজন করছে ইংল্যান্ডে। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি ক্রিকেট আয়ারল্যান্ড। সম্ভাব্য ভেন্যু হিসাবে তারা চেমসফোর্ডকে নির্ধারণ করেছে। তিনটি ওয়ানডের সঙ্গে এই সফরে রয়েছে চারটি টি ২০ ম্যাচ।

সিরিজটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইংল্যান্ডেও বৃষ্টির কোনো নিশ্চয়তা নেই। তবে ডাবলিন কিংবা বেলফাস্টের তুলনায় ইংল্যান্ডে সিরিজটি হলে সব ম্যাচেই ফল আসবে বলে আশাবাদী আয়ারল্যান্ড।

এছাড়া অর্থনৈতিক বিষয়টিও এরসঙ্গে জড়িত। আয়ারল্যান্ডে এখনও ক্রিকেটের জন্য স্থায়ী স্টেডিয়াম হয়নি। অস্থায়ীভাবে ক্রিকেটে অবকাঠামো তৈরিতে প্রতিবছর অনেক অর্থ ব্যয় হয় আইরিশদের।

এদিকে আতিথীয়তা দেওয়ার আগে মার্চে আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফর করবে। সফরে তারা তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ এবং একটি টেস্ট খেলবে। তবে ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়।

বাংলাদেশ দল আগেই সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। হোম সিরিজে আয়ারল্যান্ড তিন ম্যাচে জিতলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণা, নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

দল ঘোষণা, নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

দুই সেঞ্চুরি ও জফরার ছয় উইকেটে ইংল্যান্ডের জয়

দুই সেঞ্চুরি ও জফরার ছয় উইকেটে ইংল্যান্ডের জয়

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস