এশিয়া কাপে লিটন দাসের প্রথম ৫০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপে লিটন দাসের প্রথম ৫০

৫, ১৬, ১৫, ১৫, ১। এশিয়া কাপে ফাইনালের আগে পাঁচ ম্যাচে ওপেনিং জুটির চেহারা। দুর্দশা থেকে বের হতে ভারতের বিপক্ষে চমক হিসেবে লিটন দাসের সঙ্গী করা হল মেহেদী হোসেন মিরাজকে। টিম ম্যানেজমেন্টের ‘মিরাজ’ বাজিতে মিলল সফলতাও। ১৭ ওয়ানডে পর ওপেনিং জুটিতে এল ৯৬ রান।

লিটন দাস ৬৯ (৪৯) ও মেহেদী হোসেন মিরাজ ২৬ (৫১)।

দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন। মুমিনুলের জায়গায় খেলছেন নাজমুল অপু।

বাংলাদেশ- ৯৬/০ (১৭)
বাংলাদেশের ওপেনিং জুটি সবশেষ পঞ্চাশ পার করেছিল গত ১৯ জানুয়ারি, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় গড়েন ৭১ রানের জুটি। এরপর দশটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে দুটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ও এশিয়া কাপে ফাইনালের পথে পাঁচটি।

পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে লিটন-সৌম্যর জুটি থেকে আসে ৫ রান। আফগানিস্তানের বিপক্ষে লিটন-শান্তর জুটি থেকে আসে ১৬ রান। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের দেখায় শান্ত-লিটনের জুটি থেকে আসে ১৫ রান।

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের দেখায় লিটন-শান্তুর জুটি থেকে আসে ১৫ রান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম-লিটনের জুটি থেকে আসে মাত্র ১ রান। ফাইনালে ফিফটি পেরিয়ে জুটি টেনে নিচ্ছেন লিটন-মিরাজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে এত সস্তা ভাবি না : মাশরাফি

নিজেকে এত সস্তা ভাবি না : মাশরাফি

বাংলাদেশ-ভারত ওয়ানডে পরিসংখ্যান

বাংলাদেশ-ভারত ওয়ানডে পরিসংখ্যান

আফগানিস্তান বিশ্বকাপ দলগুলোর জন্য সতর্কবার্তা

আফগানিস্তান বিশ্বকাপ দলগুলোর জন্য সতর্কবার্তা

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ