জিম্বাবুয়ের বিপক্ষে দ. আফ্রিকার সহজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০১ অক্টোবর ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষে দ. আফ্রিকার সহজ জয়

জিম্বাবুয়ের ক্রিকেট অঙ্গন ধুঁকছে অনেক দিন ধরেই। বড় কোনো সাফল্য পায়নি বেশ কিছুদিন ধরেই। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও শুরুটা হার দিয়েই করতে হয়েছে জিম্বাবুয়েকে। ৫ উইকেটের অনায়াস জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২৬.১ ওভার ব্যাটিং করেই জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান সংগ্রহ করে ফেলেছে প্রোটিয়ারা।

টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় জিম্বাবুয়ে। ইমরান তাহির, কাগিসো রাবাদা, লুঙ্গি এনডিগিদের দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা ঘোরাতে বেশ কষ্ট করতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে তাদের ইনিংস শেষ হয়ে গেছে ১১৭ রানে, ৩৫ ওভারের মধ্যে। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৭ রান এসেছে অভিজ্ঞ এল্টন চিগুম্বুরার ব্যাট থেকে।

সাত নম্বরে ব্যাট করতে নেমে এই ২৭ রানের ছোট ইনিংসটি খেলেছিলেন চিগুম্বুরা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ২৫ রান। ১৫ ও ১৩ রান করেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও পিটার মুর। এ ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।

১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও দ্রুত হারিয়েছিল কয়েকটি উইকেট। প্রথম ১০ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন প্রথম সারির তিন ব্যাটসম্যান। ১৫তম ওভারে চতুর্থ উইকেটের পতনের সময় প্রোটিয়াদের স্কোর ছিল ৫৮। তবে তাতে জয়ের পথে কোনো সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। ১৬ ও ১৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক জেপি ডুমিনি ও উইলিয়াম মুল্ডার।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই রোহিত, ক্ষিপ্ত সৌরভ-হরভজন

টেস্ট দলে নেই রোহিত, ক্ষিপ্ত সৌরভ-হরভজন

চালু হলো ডিএলএস’র নতুন নিয়ম

চালু হলো ডিএলএস’র নতুন নিয়ম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই ধাওয়ান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই ধাওয়ান

শিরোপা জয়ে করণীয় জানালেন মাশরাফি

শিরোপা জয়ে করণীয় জানালেন মাশরাফি