এমন পরাজয় মেনে নেওয়া কঠিন : উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৬ জুলাই ২০১৯
এমন পরাজয় মেনে নেওয়া কঠিন : উইলিয়ামসন

ছবি : গেটি ইমেজ

নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে সমান রান হওয়ার পর সুপার ওভারেও সমান রান করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফলে বাউন্ডারিতে এগিয়ে থাকার বদৌলতে স্বাগতিক ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন না হতে পারা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, বিশ্বকাপের ফাইনালে এ মর্মান্তিক পরাজয় মেনে নেওয়া কঠিন।

নিউজিল্যান্ডের ৮ উইকেটে করা ২৪১ রানের জবাবে ইংল্যান্ডও ২৪১ রানে হারায় সবকটি উইকেট। ফলে টাই হয় ম্যাচ। এতে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানেও নির্ধারিত ৬ বলে ১৫ রান করে সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বী দল দুটি। নিয়ম অনুযায়ী সুপার ওভারেও ফলাফল নিষ্পত্তি না হলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি গণনার বিধান রয়েছে। যার ভিত্তিতে স্বাগতিক দলের হাতে ওঠে শিরোপা।

দলের মর্মান্তিক এমন পরাজয়কে মেনে নিতে পারেননি উইলিয়ামসন। তবে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে তিরস্কার করতেও অস্বীকৃতি জানান তিনি। কিউই অধিনায়ক বলেন, তারা বাউন্ডারির বদৌলতে শিরোপা জয় করেছে। আবেগের দিক থেকে এটি মেনে নেওয়া কঠিন। কারণ দুটি দলই কঠিন পরিশ্রম করেছে।

তিনি আরও বলেন, আমরা সেরা প্রমাণের জন্য দুইবার সুযোগ পেয়েছি। কিন্তু ব্যর্থ হয়েছি। ফলে যা হওয়ার তাই হয়েছে। শুরুতেই এ নিয়ম যুক্ত করা হয়েছে। তারাও (ইংল্যান্ড) সম্ভবত ভাবেনি তাদেরকে এ নিয়মের সাহায্য নিতে হবে।

এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা না পাওয়া নিউজিল্যান্ড ২০১৫ আসরেও ফাইনালে খেলেছে। কিন্তু সেবারও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয়। তবে এবারের ঘটনাটি উইলিয়ামসন ও তার দলকে বেশি আঘাত দিয়েছে। কারণ, তারা দুইবার ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেয়েছে। প্রথমবার নির্ধারিত ৫০ ওভারের লড়াইয়ে এবং দ্বিতীয়বার সুপার ওভারে।

শিরোপা জিততে না পেরে হতাশ উইলিয়ামসন বলেন, ‘ফাইনালে পৌঁছানোর জন্য আমরা যথেষ্ঠ পরিশ্রম করেছি। এখানেও এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। দুইবার সুযোগ পাওয়া সত্ত্বেও এভাবে হারকে কোনভাবেই মেনে নিতে পারছি না। ইংল্যান্ডও শিরোপা জয়ের দাবি রাখে। আমরা তাদের ছাড়িয়ে যেতে পারিনি।’

গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে সমান পয়েন্ট লাভ করেও নেট রান রেটের ভিত্তিতে শেষ চারে খেলার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। যে কারণে হিসেবের বাইরে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কালোটুপিধারীরা। তবে সেমিফাইনালে আপসেট ঘটিয়ে ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড। প্রথমবারের মত শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা দলটি ফাইনালেও ইংল্যান্ডকে হারানোর সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে।

লর্ডসে মাত্র ৩০ রানে বিদায় নিলেও অসাধারণ নেতৃত্ব ও ব্যাটে বলে দক্ষতার কারণে উইলিয়ামসনকেই মনোনীত করা হয় টুর্নামেন্ট সেরা হিসেবে। কিউই অধিনায়ক বলেন, জয়ের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য দলের এ প্রচেষ্টায় তিনি গর্বিত। পরাজয়ের এ ব্যবধান একেবারেই নগণ্য। কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে দারুন দক্ষতা দেখিয়ে দলকে এ পর্যায়ে আসার পর এমন হার দলের সবাইকে ব্যথিত করেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আইসিসি এমন নিয়মে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

আইসিসি এমন নিয়মে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

রেকর্ড বইয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন

রেকর্ড বইয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন

আইসিসির সেরা একাদশে সাকিব, জায়গা হয়নি কোহলির

আইসিসির সেরা একাদশে সাকিব, জায়গা হয়নি কোহলির