শ্রীলঙ্কা সফরে শতভাগ নিশ্চয়তা চান মমিনুল-মুশফিকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৬ জুন ২০২০
শ্রীলঙ্কা সফরে শতভাগ নিশ্চয়তা চান মমিনুল-মুশফিকরা

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে ভারত তাদের সফর স্থগিত করলেও শ্রীলঙ্কা যাওয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সফর নিয়ে আগে অনিহা প্রকাশ করলেও এবার কিছু শর্ত জুড়ে দিলেন টাইগার ক্রিকেটাররা।

করোনার মাঝে শ্রীলঙ্কা সফর এবং ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বাকি ম্যাচগুলোর বিষয়ে টাইগার ক্রিকেটারদের সাথে অনলাইন বৈঠক করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। রোবাবর (১৪ জুন) অনুষ্ঠিত ওই বৈঠক সম্পর্কে সোমবার (১৫ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে কোয়াব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা শেষে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সেগুলোর মধ্যে প্রধান বিষয় হলো- শ্রীলঙ্কা সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা শতভাগ নিশ্চিতপূর্বক সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এছাড়া সভায় ডিপিএল-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খেলার বিষয়ে আরও কিছুদিন দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
sportsmail24কোয়াবের অনলাইন আলোচনায় সংগঠনটির সভাপতি নাইমুর রহমান দুর্জয়, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, সদস্য সচিব দেবব্রত পাল, মুশফিকুর রহিম, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়র ও শাহরিয়ার নাফীস অংশগ্রহণ করেন।

করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটি উন্নতি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটীয় ইভেন্ট শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় মাঠে ক্রিকেট ফেরাতে চাচ্ছে শ্রীলঙ্কা। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটকে মাঠে ফেরানোর চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তবে ক্রিকেট মাঠে ফেরাতে স্বাস্থ্য সুরক্ষায় গাইডলাইন তৈরি করে দিয়েছে আইসিসি।

এদিকে শ্রীলঙ্কার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশের আগে সূচি থাকা ভারতীয় ক্রিকেট দলের সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও এখন পর্যন্ত টাইগারদের সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এছাড়া দেশের করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাওয়া ক্রিকেটারদের অনুশীলনেও ফেরাতে পারেনি বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জুনেই মিলছে সালমা-জাহানারাদের পুরো বছরের বেতন

জুনেই মিলছে সালমা-জাহানারাদের পুরো বছরের বেতন

সফরে পরিবার নিতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা

সফরে পরিবার নিতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা

শঙ্কায় শ্রীলঙ্কা সফর, পিছিয়ে যাচ্ছে টাইগারদের অনুশীলন

শঙ্কায় শ্রীলঙ্কা সফর, পিছিয়ে যাচ্ছে টাইগারদের অনুশীলন

নতুন নিয়মকে স্বাগত জানালেও বদলি নিয়ে দ্বিধা-দ্বন্দে মমিনুল

নতুন নিয়মকে স্বাগত জানালেও বদলি নিয়ে দ্বিধা-দ্বন্দে মমিনুল