ডাবল সেঞ্চুরির পরের ম্যাচে দল থেকে বাদ পড়লেন কক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১৩ আগস্ট ২০২০
ডাবল সেঞ্চুরির পরের ম্যাচে দল থেকে বাদ পড়লেন কক্স

বব উইলিস ট্রফিতে সাসেক্সের বিপক্ষে কেন্টের জার্সিতে অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলে জয়ের নায়ক বনে গেছেন ১৯ বছর বয়সী ব্যাটসস্যান জর্ডান কক্স। তবে ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই দল থেকে বাদ পড়দে হলো কক্সকে। কোভিড-১৯ প্রটোকল ভেঙে ভক্তদের সাথে ছবি তুলে বিপাকে পড়তে হলো তাকে।

সাসেক্সের বিপক্ষে জ্যাক ল্যানিংয়ের সাথে ৪২৩ রানের জুটি গড়েন জর্ডান কক্স। কক্স ও ল্যানিংয়ের জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ৫৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে কেন্ট। ম্যাচ শেষে কোভিড-১৯ প্রটোকল ভেঙে ভক্তদের আবদার পূরণ করতে গিয়ে বিপাকে পড়তে হলো তাকে।

ম্যাচ শেষে কয়েকজন ভক্তের সাথে সেলফি তুলতে দেখা যায় তাকে। আর সে কারণেই পরবর্তী ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কেন্ট কর্তৃপক্ষ। যে কারণে মিডলসেক্সের বিপক্ষে খেলা হচ্ছে না তার। দল থেকে বাদ পড়ে অনুতাপে পুড়ছেন কক্স।

এক ভিডিও বার্তায় কক্স বলেন, ‘আমি এর পরিণতি পুরোপুরি বুঝতে পেরেছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরের ম্যাচের দল থেকে বাদ পড়ে আমি অনুভব করছি এবং দলকেও হতাশ করেছি। আমি খুব দুঃখিত যে এটি হয়েছে।’

কেন্ট ক্রিকেট ক্লাব পরিচালক পল ডাউনটন বলেন, ‘জর্ডানের জন্য দুর্ভাগ্য যে দুর্দান্ত পারফরম্যান্সের পরে আমাদের দলের মেডিকেল প্রোটকোল লঙ্ঘন করেছে। আমরা এই বিধিনিষেধ গুলো বেশ গুরুত্বের সাথে নিই আর জর্ডানের আইসোলেশনে যাওয়ার বিকল্প নেই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মিসবাহ

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মিসবাহ

স্টোকসের পর সরে দাঁড়ালেন লরেন্স

স্টোকসের পর সরে দাঁড়ালেন লরেন্স

গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা