গোলাপী বলের টেস্ট একাদশে লুকোচুরি নেই ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২০
গোলাপী বলের টেস্ট একাদশে লুকোচুরি নেই ভারতের

ফাইল ফটো

বাংলাদেশের পর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলতে মাঠে নামছে ভারত। দেশটির বিপক্ষে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে চার ম্যাচের সিরিজ শুরু করবে সফররত ভারত। তবে টেস্ট শুরুর একদিন আগেই গোলাপি বলের টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে সফরকারীরা।

ঘোষিত একাদশে ওপেনার হিসেবে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল ও পৃথ্বী শ। আলোচনা ছিল আগারওয়ালের সাথে কে ওপেন করবেন। তরুণ শুভমান গিল নাকি ইনফর্ম লোকেশ রাহুল। কিন্তু পৃথ্বীর উপর ভরসা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

এছাড়া উইকেটকিপার হিসেবে কে একাদশে থাকবেন, তা নিয়েও জল্পনা ছিল। এখানে প্রতিন্দ্বন্দি ছিলেন ঋষভ পান্থ ও ঋদ্ধিমান সাহা। তবে পান্থকে সরিয়ে একাদশে সুযোগ পেয়েছেন সাহা।

আর জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সামির সাথে তৃতীয় পেসার হিসেবে থাকছেন উমেশ যাদব। একমাত্র স্পিনার হিসেবে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন।

নিজ দেশে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দিবা-রাত্রির গোলাপী বলের টেস্ট ম্যাচ খেলেছেন কোহলিরা। এবার দেশের বাইরে অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে গোলাপী বলে টেস্ট ম্যাচ খেলছেন তারা। চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটিউ তিবা-রাত্রিতে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোতে।

দিবা-রাত্রির টেস্টে ভারতের একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের সফরে বাদ টি-টোয়েন্টি, টেস্টেও কাঁচি

ওয়েস্ট ইন্ডিজের সফরে বাদ টি-টোয়েন্টি, টেস্টেও কাঁচি

বেনজেমার জোড়া গোলে রিয়ালের চারে চার

বেনজেমার জোড়া গোলে রিয়ালের চারে চার

শেষ টেস্টেও ইনিংস ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

শেষ টেস্টেও ইনিংস ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

ক্ষমা চাইলেন মুশফিক

ক্ষমা চাইলেন মুশফিক