‘প্রতিশোধ’র প্রথম ধাপে ভারতের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১
‘প্রতিশোধ’র প্রথম ধাপে ভারতের জয়

চার ম্যাচ টেস্টে সিরিজের প্রথম ম্যাচে সফররত ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে স্বাগতিক ভারত। চেন্নাইয়ের একই মাঠে চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ভারত। এ ম্যাচের মধ্য দিয়ে করোনা পরবর্তী ভারতের গ্যালারিতে ফেরানো হয়েছে দর্শক।

প্রথম টেস্টে হারের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ‘হুমকি‘ দিয়েছেন দর্শকের সামনে সেই হারের প্রতিশোধ নেবে তার দল। এবার সেই প্রতিশোধের ম্যাচে প্রথম ধাপে জয় পেয়েছে কোলহিরা। দ্বিতীয় ম্যাচে টস ভাগ্যে গিয়েছে ভারতের পক্ষে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচে টস জিতে ইংল্যান্ডও প্রথমে ব্যাট করেছিল। এবার কোহলিও সেই পথেই হাঁটলো।

সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হারার ফলে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাতে সিরিজটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ।

এদিকে এ টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে ভারতের স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। অন্যদিকে ইংল্যান্ড এ টেস্টে দলের সেরা পেসার জেমস অ্যান্ডারসনকেবিশ্রাম দিয়েছে। এছাড়া চোটের কারণে একাদশে নেই জোফরা আর্চারও।

ভারতীয় একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ
জো রুট (অধিনায়ক), ররি বার্নস, ডম সিবলি, ডন লরেন্স, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ওলি স্টোন, জ্যাক লিচ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

লজ্জাজনক হারের পর কোহলির ‘হুমকি’

লজ্জাজনক হারের পর কোহলির ‘হুমকি’

ব্রিটিশদের দাপট, নিজ মাঠে ভারতের লজ্জার হার

ব্রিটিশদের দাপট, নিজ মাঠে ভারতের লজ্জার হার

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম