সঠিক পরিকল্পনায় আটকাতে হবে পান্থকে : জার্গেনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ২৮ মে ২০২১
সঠিক পরিকল্পনায় আটকাতে হবে পান্থকে : জার্গেনসন

একসময় জাতীয় দলের নিজের জায়গা নিয়ে বেশ সংশয় ছিলেন ঋষভ পান্থ। তবে গেল বছরের অস্ট্রেলিয়ার সফরের দলে ঋদ্ধিমান সাহার পরিবর্তে সুযোগ পেয়ে শেষ পর্যন্ত নিজেকে নায়ক বনে নিয়ে গেছেন পান্থ। সে সিরিজের সবচেয়ে বেশি আলোচনায় ছিলো পান্থের আক্রমণাত্মক ব্যাটিং।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও নিজের সে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছিলেন পান্থ। সুযোগ পেয়ে নিজেকে ভারতীয় মিডল অর্ডারের নিজের অবস্থানকে পাকা করেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা পান্থকে আটকানো কঠিন হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। চলতি বছরের ১৮ জুন শুরু হবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে কিউই বোলিং কোচ জার্গেনসনের মতে ভারতের সবচেয়ে বিপদজনক ক্রিকেটার হলেন ঋষভ পান্থ।

এ বিষয়ে জার্গেনসন বলেন, ' পান্থ খুবই বিপদজনক ক্রিকেটার। ও যেকোনো সময় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দেখেছি সে কি করতে পারে। সে প্রচুর ইতিবাচক মানসিকতার। তবে, তাকে দ্রুত আউট করাও সম্ভব।'

ঋষভ পান্থকে নিজেদের পরিকল্পনার ফাঁদে ফেলতে চান কোচ জার্গেনসন। পান্থকে আউট করা বেশ সহজ বলেও বিশ্বাস করেন তিনি। এ বিষয়ে জার্গেনসন বলেন, 'বোলারদের সঠিকভাবে নিজেদের পরিকল্পনা কার্যকর করতে হবে। যতটা সম্ভব পান্থকে রান করা থেকে দূরে সরাতে হবে। ও যদি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারে তাহলে ওকে আউট করা বেশ কষ্টকর হয়ে উঠবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

টেস্ট চ্যাম্পিয়নশীপ : এক ম্যাচে সন্তুষ্ট নন কপিল দেব

টেস্ট চ্যাম্পিয়নশীপ : এক ম্যাচে সন্তুষ্ট নন কপিল দেব

সালমান বাটের দৃষ্টিতে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক যারা

সালমান বাটের দৃষ্টিতে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক যারা

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের