ড্র করা ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ০৯ জুন ২০২১
ড্র করা ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ড্র করা ম্যাচে ইংল্যান্ডকে ক্রিকেট দলকে জরিমানা করা হয়েছে। ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে জো রুটদের গুণতে হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা।

নিজ দেশে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল ড্র করার মানসিকতা নিয়ে খেলা ইতিমধ্যে সমালোচনার ঢেউ সামলাতে হচ্ছে। এর সাথে যোগ হয়েছে আরও এক দুঃসংবাদ।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ফলে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড জো রুটদের শাস্তির আওতায় এনেছেন।

বলা হয়, আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ২০ শতাংশ (ম্যাচ ফি’র) জরিমানা হয়। সেই নিয়মে ২ ওভার কম করায় ৪০ শতাংশ জরিমানা দিতে হবে ইংল্যান্ড ক্রিকেট দলকে।

অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস ইংল্যান্ডের বিপক্ষে এ অভিযোগ আনেন। পরে তা আমলে নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ শাস্তি দিয়েছেন।

এদিকে, ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট অপরাধ স্বীকার করে নেওয়ায় নতুন করে আর শুনানির দরকার পড়েনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

পুরনো সেই টুইটেই নিষিদ্ধ রবিনসন

পুরনো সেই টুইটেই নিষিদ্ধ রবিনসন

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি