পন্টিংকে টপকানোর অপেক্ষায় কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৬ জুন ২০২১
পন্টিংকে টপকানোর অপেক্ষায় কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার আগে বিরাট কোহলির সামনে নতুন এক রেকর্ডের হাতছানি। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে পিছনে ফেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর জন্য একটি শতকের প্রয়োজন ভারতীয় অধিনায়কের জন্য।

সাউথহ্যাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এ ম্যাচে সেঞ্চুরি করতে পারলে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হবেন বিরাট কোহলি।

আরও পড়ুন> ৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

বেশ কিছুদিন রান মেশিন বিরাট কোহলির ব্যাটে চলছে সেঞ্চুরি খরা। সর্বশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে সেঞ্চুরি করেছেন কোহলি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি।

আরও পড়ুন>ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারেন তাহলে অধিনায়ক হিসেবে ৪২ সেঞ্চুরির মালিক হবেন তিনি। অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের সমান ৪১ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। একটি মাত্র সেঞ্চুরির অপেক্ষা তাহলেই পন্টিংকে ছাড়িয়ে যাবেন কোহলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

হতাশ মেসি, ঘুরে দাঁড়াতে চান স্কলানি

হতাশ মেসি, ঘুরে দাঁড়াতে চান স্কলানি

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ