ডারবানে এখনো ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০২২
ডারবানে এখনো ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী মিরাজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৯৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। তবে এখনই শেষ দেখছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এখনো ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী এই তরুণ।

শুক্রবার (১ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শেষে দলের পক্ষে গণমাধ্যমের সামনে বলতে আসেন মিরাজ। মিরাজ বলেন, ‘এখনো অনেক দূর যেতে হবে। ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। টেস্ট ক্রিকেট এমনই হয়। যারা ভালো খেলবে তারাই জিতবে। আমাদের কিন্তু এখনো সুযোগ আছে।’

বাংলাদেশের চার উইকেট চলে গেলেও বাকিদের নিয়ে ইনিংসটা মেরামত করতে চান মিরাজ।

আশাবাদী মিরাজ বলেন, ‘এখনও জয়, লিটন, রাব্বি এবং আমি আছি। আমরা যতদূর পারি যেতে চেষ্টা করব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হবে। তাই প্রথম ইনিংসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তৃতীয় দিনের শুরুতেই ভালো করার টোটকাও বাতলে দিলেন এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘তাদের স্পিনাররা টার্ন পাচ্ছে। উইকেট তুলে নিচ্ছে। তবে বল টার্ন হচ্ছে কম। আমাদের ব্যাটসম্যানরা মানসিকভাবে শক্ত হয়ে তাদের সামলাতে পারলে আমরা অনেক দূর যেতে পারবো।’

দেশের মাটিতে স্পিনে মুড়িমুড়কির মতো উইকেট পেলেও বিদেশে সেটা কঠিন। তবে মিরাজ মনে করেন মানসিকভাবে চাল চাললে সেটাও সম্ভব, ‘আমাদের দেশে স্পিনাররা অনেক সাহায্য পায়। বিদেশে তা হবে না। বিদেশে ভালো করতে হলে আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আমি যেটা করছি।’

উইকেট না পেলেও লাইন লেংথ ধরে একটানা বল করে আওয়ার পক্ষে মিরাজ, তাহলে সাফল্য আসবেই।

মিরাজ বলেন, ‘আমি মনে করি উইকেট নেওয়ার পরিবর্তে যদি আমি ধৈর্য ধরতে পারি এবং লাইন-লেংথের দিকে বেশি মনোযোগ দিতে পারি তাহলে সফল হবো। আমি কোচের সাথে এ নিয়ে কথা বলছিলাম।’

প্রথম ইনিংসে খালেদ আহমেদ এবং মিরাজের বদৌলতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। মিরাজ নিয়েছিলেন তিন উইকেটঁ। জবাবে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের চারটি উইকেটই নিয়েছেন প্রোটিয়া স্পিনার সিমন হার্মার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আশরাফুলকে টপকে সাকিবকে স্পর্শ করবেন মমিনুল

আশরাফুলকে টপকে সাকিবকে স্পর্শ করবেন মমিনুল

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামালো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামালো বাংলাদেশ

শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা সমাজের বোঝা নয়: প্রধানমন্ত্রী

শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা সমাজের বোঝা নয়: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল