মুশফিক-লিটনের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৩ মে ২০২২
মুশফিক-লিটনের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের

মিরপুর টেস্টের শুরুর দিনের প্রথম ইনিংসেই একরাশ হতাশা তৈরি করেছিল বাংলাদেশ দল। শুরুর ঘণ্টাতে পাঁচ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলেছিল টাইগাররা। সেই সময় দলকে টেনে তোলার দায়িত্ব নেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দ্বিতীয় সেশনে তাদের ব্যাটে ভর করেই এগিয়ে চলছে বাংলাদেশের রানের চাকা। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান।

সোমবার (২৩ মে) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু অধিনায়কের সেই সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ করতে পারেননি টাইগার ব্যাটাররা। স্কোরবোর্ডের ২৪ রান তুলতেই হারিয়ে বসে পাঁচ উইকেট।

এরপরেই দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। তাদের ব্যাট থেকে প্রথম সেশনে আসে ৪২ রান। দ্বিতীয় সেশনে এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৮৭  রান। গড়েছেন ১২৯ রানের জুটি।

দ্বিতীয় সেশনে লিটন এবং মুশফিক দুইজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। এর আগে চট্টগ্রাম টেস্টেও রানের মধ্যে ছিলেন এই দুই ক্রিকেটার। চট্টগ্রামেও এই দুই ব্যাটার গড়েছিলেন বড় জুটি। সেবার জুটিতে ১৬২ রান করেছিলেন এই দুই ব্যাটার। টেস্টে এটি তাদের চতুর্থ শতরানের জুটি।

দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। এই সময়ে বাংলাদেশের বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান।  দ্বিতীয় সেশন শেষে লিটন দাস ১২০ বলে ৭০ রানে অপরাজিত আছেন। অপরপ্রান্তে মুশফিক করেছেন ৬২ রান। খেলেছেন ১৫৪ বল।

মুশফিক-লিটন জুটি এখন পর্যন্ত চারবার শতরানের জুটি গড়েছেন। প্রথমবারের মতো শতরানের জুটি গড়েছিলেন এই মিরপুরেই। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তাদের ব্যাটে দ্বিতীয় শতরানের জুটি আসে ২০২১ সালের চট্টগ্রামের পাকিস্তানের বিপক্ষে। সেবার ২০৬ রানের জুটি গড়েছিলেন তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রামের পর ঢাকাতেও লিটন-মুশফিকের ফিফটি

চট্টগ্রামের পর ঢাকাতেও লিটন-মুশফিকের ফিফটি

১৩ বছর পর সাকিবের গোল্ডেন ডাক

১৩ বছর পর সাকিবের গোল্ডেন ডাক

৩২ মাস পর টেস্ট একাদশে মোসাদ্দেক

৩২ মাস পর টেস্ট একাদশে মোসাদ্দেক

উইন্ডিজ সফরে টেস্ট দলে সাকিব, ফিরলেন মোস্তাফিজ

উইন্ডিজ সফরে টেস্ট দলে সাকিব, ফিরলেন মোস্তাফিজ