বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ পিএম, ০১ মে ২০২০
বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

বলের উজ্জ্বলতা বাড়াতে ও বলে বাড়তি সুইং পেতে বলে থুথু ও ঘাম ব্যবহার করেন বোলাররা। তবে করোনার প্রাদুর্ভাবে চারদিকে আলোচনা চলছে বলে থুথু ব্যবহারের নিয়ম থাকা না থাকা নিয়ে। চারিদিক যখন এমন আলোচনায় মুখর তখন বলে থুথু ব্যবহার নিষিদ্ধ করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইসিসি এখন পর্যন্ত বলে থুথু দেওয়ায় নিষেধাজ্ঞা জারি না করলেও নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

করোনাভাইরাসের কারণে সব জায়গাতে আলোচনা চলছে বলে থুথুর ব্যবহার নিয়ে। তা মাথায় এনেছে খোদ আইসিসিও। থুতু কিংবা লালার মাধ্যমে রোগ-জীবাণু ছড়াতে পারে, এমন শঙ্কা জাগায় বলে থুথু ব্যবহারে বিকল্প চিস্তা করছে আইসিসি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশনার ব্যাপারে ইএপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব স্পোর্টস (এআইএস) বিশেষজ্ঞ চিকিৎসক, স্পোর্টস বডি এবং ফেডারেল ও স্টেট সরকারের প্রতিনিধিদের মতামত নিয়েছে।

সেখান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে একটা গাইডলাইন তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ক্রিকেট খেলায় বলে থুতু এবং লালা ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারির নির্দেশনাও দেয়া হয়।

বলে থুথু দেওয়ার নিষেধাজ্ঞার পাশাপাশি বেশ কিছু বিধিমালা বেঁধে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। যা বাধ্যতামূলক হবে করোনার পরবর্তী সময়ে। যেখানে বিধিমালার তিনটি ধাপ রাখা হবে। লেভেল ‘এ’, লেভেল ‘বি’, লেভেল ‘সি’। থুতু এবং লালা ব্যবাহারের ক্ষেত্রে যে নির্দেশনা জারি করা হচ্ছে, তা লেভেল ‘এ’-এর অন্তর্ভূক্ত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ইসিবির চেয়ারম্যান পদ ছাড়ছেন কলিন গ্রেভস

ইসিবির চেয়ারম্যান পদ ছাড়ছেন কলিন গ্রেভস

টি-টোয়েন্টিতে অগ্রগতি হলেও টেস্টে লজ্জায় বাংলাদেশ

টি-টোয়েন্টিতে অগ্রগতি হলেও টেস্টে লজ্জায় বাংলাদেশ

ভারত-পাকিস্তানকে সরিয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে শীর্ষে অস্ট্রেলিয়া

ভারত-পাকিস্তানকে সরিয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে শীর্ষে অস্ট্রেলিয়া

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন