তামিমের ঝড়ো ব্যাটিং, প্রাইম ব্যাংকের কাছে পরাস্ত গাজী গ্রুপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০১ জুন ২০২১
তামিমের ঝড়ো ব্যাটিং, প্রাইম ব্যাংকের কাছে পরাস্ত গাজী গ্রুপ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সহজেই হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উিইকেটে হারিয়ে দিয়েছে এনামুল হক বিজয়ের দল প্রাইম ব্যাংক।

সোমবার (৩১ মে) বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়। বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ২০ ওভারে ম্যাচ ১২ ওভারে নেমে আসে।বিকেলের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে হারিয়ে ৯ দশমিক ২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে দলের পক্ষে ২২ বলে ৪৬ রান করেন টাইগারদের জাতীয় দলের ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টাইগার ওপেনার তামিম ইকবালের এই ইনিংসে ২টি চারের মারের সাথে ৫টি ছক্কার মার ছিল।

তামিমের ঝড়ো ব্যাটিং ছাড়া ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয়। ৭ বলে একটি চারের মারে ৫ রান করেছেন তিনি। এছাড়া শেষ দিকে মোহাম্মদ মিঠুন ৮ এবং রাকিবুল হাসান ৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে ৩১ রান পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৩ বলে ১৪ রান করে সৌম্য সরকার। এর পরই ঘটে ছন্দপতন। দলীয় ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় গাজী। শেষ পর্যন্ত নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে গাজী গ্রুপ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

খেলাঘরকে হারিয়ে আশরাফুলদের শুভ সূচনা

খেলাঘরকে হারিয়ে আশরাফুলদের শুভ সূচনা

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল