সবার পরে বিশ্বকাপ স্কোয়াড দিয়েও পরিবর্তন আনলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ এএম, ০৩ অক্টোবর ২০২১
সবার পরে বিশ্বকাপ স্কোয়াড দিয়েও পরিবর্তন আনলো শ্রীলঙ্কা

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার পরে স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ঘোষিত স্কোয়াড নিয়ে সবাই যখন প্রস্তুতির মঞ্চে, তখন আবার সবার আগে স্কোয়াডে পরিবর্তন আনলো লঙ্কানরা। আগের ঘোষিত স্কোয়াড থেকে একজনকে বাদ দিয়ে নতুন করে আরও পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১২ সেপ্টেম্বর (রোববার) ১৫ সদস্যের মূল স্কোয়াডের সাথে চারজনকে রিজার্ভ রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ঘোাষিত স্কোয়াডে চমক হিসেবে রাখা হয় ২১ বছর বয়সী রহস্যময় অফস্পিনার মাহিশ থিকশানা।

এদিকে, সবার পরে স্কোয়াড দিয়েও বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহের মতো সময় বাকি থাকতে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা। ঘোষিত স্কোয়াড থেকে একজনকে বাদ দিয়ে নতুন করে ৫ জনকে যুক্ত করেছে তারা। ফলে বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াডে এখন ক্রিকেটারের সংখ্যা ২৩ জন।

স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া ৫ জন হলেন- পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, অ্যাসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান এবং রমেশ মেন্ডিস। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধে চোট পাওয়ায় লাহিরু মধুশঙ্কার বিশ্বকাপ খেলা হচ্ছে না। প্রথম স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

একজনকে বাদ দিয়ে নতুন করে পাঁচজনকে যুক্ত করায় শ্রীলঙ্কার স্কোয়াডে এখন মোট ক্রিকেটার ২৩ জন। তাদের চারজন রিজার্ভ খেলোয়াড়।

স্কোয়াডে সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে শ্রীলঙ্কা বলছে, করোনা মহামারির মধ্যে যেকোন সময় খেলোয়াড়ের পরিবর্তন করতে হতে পারে। সে ক্ষেত্রে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো। যাতে পরবর্তীতে কোন সমস্যা তৈরি না হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

বায়ো-বাবল ভেঙে গাজা সেবন, আপিলেও কমছে না শাস্তি

বায়ো-বাবল ভেঙে গাজা সেবন, আপিলেও কমছে না শাস্তি

বড়রা খেলবে বিশ্বকাপে, ছোটরা শ্রীলঙ্কায়

বড়রা খেলবে বিশ্বকাপে, ছোটরা শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন দায়িত্বে জয়াবর্ধনে

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন দায়িত্বে জয়াবর্ধনে